শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১১:৪৯ am
ক্রীড়া ডেস্ক : বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট টি ২০ লিগের গাজী গ্রুপের মুখোমুখি হয়েছে সাকিবের নেতৃত্বাধীন মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার এ ম্যাচের আকর্ষণ ছিল সাকিব আল হাসানের প্রত্যাবর্তন। তবে প্রত্যাবর্তনের দিন সাকিব ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। ১৬ বলে মাত্র ১০ রান করে সাজঘরে ফিরেছেন বিশ্বের অন্যতম সেরা এ অলরাউন্ডার।
এর আগে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট টি ২০ লিগের প্রথম সুপার ওভারে জিতে সুপার লিগ নিশ্চিত করে মোহামেডান। এক রাউন্ড বাকি থাকতে নিশ্চিত হয়েছে সুপার লিগের ছয় দল। সবার আগে সুপার লিগ নিশ্চিত করে প্রাইম ব্যাংক ও আবাহনী।
মিরপুরে আবাহনীকে ২৮ রানে হারিয়ে সুপার লিগ নিশ্চিতের সঙ্গে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্রাইম দোলেশ্বর। সুপার লিগে ওঠা বাকি দুই দল গাজী গ্রুপ ও শেখ জামাল।
বিকেএসপিতে বৃষ্টির দরুন ১০ ওভারে কমে আসা ম্যাচে প্রথমে ব্যাট করা মোহামেডানের নয়জন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পারেননি। শেষ পাঁচ ব্যাটসম্যান ফিরেছেন শূন্য রানে। ৩০ বলে ৫৭ রানের ইনিংস খেলেন আবদুল মজিদ। মোহামেডানের রান নয় উইকেটে ৮৮। খেলাঘরও ৮৮ রানে থামে পাঁচ উইকেটে। সুপার ওভারে ১৩ রান করে খেলাঘর। এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান। অসদাচরণে নিষিদ্ধ সাকিবকে ছাড়াই তিন ম্যাচ খেলে সুপার লিগ নিশ্চিত করল মোহামেডান। সূত্র : যুগান্তর