রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:৩২ am
নিজস্ব প্রতিবেদক, তানোর : তানোরে এসিডির কর্মির সুপারিশে করোনা কালীন সময়ে সরকারী অনুদান পেল কর্মহীন অসহায় আদিবাসী নারী পুরুষরা। তানোর উপজেলার সরনজাই ইউপি এলাকায় দীর্ঘদিন ধরে তথ্য অধিকার আইন বিষয়ে আদিবাসী নারীদের নিয়ে কাজ করছে বে-সরকারী সংস্থা এসিডি।
এসিডির মাঠ কর্মি কৃষ্ণা বিশ্বাষ আদিবাসীদের করোনা কালীন সময়ে অনুদান প্রদানের জন্য ইউপি সচিবকে অনুরোধ করে আসছিলেন। এরই প্রেক্ষিতে তানোর উপজেলার সরনজাই ইউনিয়ন পরিষদ এলাকার জন্য ১২০ জনের অনুদান আসে।
এ বিষয়ে এসিডি তথ্য অধিকার আইন প্রকল্পের কৃষ্ণা বিশ্বাষ কলেন, সরনজাই ইউপি সচিব মহোদয়কে আমি আদিবাসীদে অনুদান প্রদানের জন্য অনুরোধ করে আসছিলাম। তিনি বলেন, করোনা কালীন অনুদান আসার পর সচিব বিষয়টি আমাকে জানায় এবং উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন এর চেয়ারম্যান, সচিবসহ মিটিং করে সিদ্ধান্ত নেয় যে এই এান শুধু আদিবাসী পরিবার ১২০ জনকে দিবে।
পরে আমি আবেদন জমা দিতে গিয়ে আপডেট টা নিই তখন তিনি ডিটেল্স টা আমাকে শেয়ার করে এবং সব ডকুমেন্টস দিয়ে দেয় এবং ২৭ মে এই এান প্রদান করা হয়। এখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ চেয়ারম্যান আবদুল মালেক ও সচিব মোস্তাক আলী প্রমুখ।