রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ০৯:১৩ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে করোনায় শ্রমিক সংকটে ভিন্ন উদ্যোগে কৃষকের ধানকেটে ‘করুনা’ দেখিয়েছেন আনসার-ভিডিপি’র সদস্যরা। আজ (১৬ জুন) বুধবার সকালে বৃষ্টিতে ভিজে দুই বিঘা জমির ধান কেটে দেন তারা। উপজেলা আনসার-ভিডিপি’র কোম্পানী কমান্ডার রাকিবুল ইসলামের নেতৃত্বে ১২ জন সদস্যের একটি দল আড়াদিঘি গ্রামের আসাদ আলী নামে এক গরীব কৃষকের দুইবিঘা জমির ধান বিনামূল্যে কেটে দেয়া হয়।
এনিয়ে কৃষক আসাদ আলী বলেন, করোনা ভাইরাস বিস্তর রোধে পার্শ্বের চাঁপাই নবাবগঞ্জ জেলায় লকডাউনে তানোর উপজেলাজুড়ে শ্রমিক সংকট দেখা দেয়। এতে এঅঞ্চলে ধানকাটা শ্রমিক সংকট প্রকট ধারণ করে। ফলে রোপিত বোরো ধান পেঁকে জমিতেই বিনষ্ট হওয়ার উপক্রম হয়। এহেন অবস্থায় খবর পেয়ে আনসার-ভিডিপি’র সদস্যরা বিনামূল্যে আমার ২ বিঘা বর্গা জমির ধান কেটে দেন। এতে আমি অনেক খুশি। সৃষ্টিকর্তার কাছে তাঁদের মঙ্গল কামনা করি।
উপজেলার আনসার কোম্পানী কমান্ডার রাকিবুল ইসলাম বলেন, আমরা লোক মাধ্যম জানতে পারি গরীব কৃষক আসাদ আলীর রোপিত বোরো ধান শ্রমিক সংকটে জমিতে বিনষ্ট হচ্ছে। এছাড়া এলাকার যেসব শ্রমিক ধান কাটতে চেয়েছেন তারা মজুরি বাবদ বেশির ভাগই নিয়ে নেবেন। শ্রমিকদের সুযোগে স্বত ব্যবহারে জবাব দেবার প্রচেষ্টায় আমরা নিজ উদ্যোগে আনসার ও ভিডিপি’র সমস্যদের নিয়ে সেচ্ছায় ওই গরীব কৃষকের ধান কেটে দিয়েছি। আজকের তানোর