শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৭:০৪ pm

সংবাদ শিরোনাম ::
আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ পুঠিয়ায় ভুয়া ডাক্তার ধরে প্রাননাশের হুমকির মুখে সাংবাদিকরা রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন
আবারো রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি মোস্তাক আহম্মেদ

আবারো রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি মোস্তাক আহম্মেদ

রাশেদুল হক ফিরোজ, বাগমারা :

রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবারো জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।  মঙ্গলবার (১৫ জুন) জেলা পুলিশের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভায় রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার) এর সভাপতিত্বে মে মাসের সার্বিক অপরাধসহ সকল দিক বিবেচনায় দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মোস্তাক আহম্মেদ।

তিনি শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় তাঁর হাতে সনদপত্র তুলে দেন জেলা পুলিশ সুপার। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), ডিএসবিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এরআগে গত ২০২০ ডিসেম্বর মাসে তিনি রাজশাহী জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। মোস্তাক আহম্মেদ ২০২০ সালের ২১ নভেম্বর বাগমারা থানায় কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন। বাগমারা থানায় যোগদানের পর থেকে আইন-শৃংখলা পরিস্থিতির ব্যাপক উন্নতি সাধন করেন তিনি। তাঁর সুদক্ষ নেতৃত্বে বাল্যবিবাহ, নারী পাচার, মাদক, চোরাচালান, ধর্ষন, মারামারি, হত্যা, মামলা মোকদ্দমাসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড কম হচ্ছে বলে লক্ষ্য করা গেছে।

ওসি মোস্তাক আহম্মেদের বলিষ্ঠ নেতৃত্বে বাগমারা উপজেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো রয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ওসি সদা তৎপর থাকেন। এমনটি বলছেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। তিনি আরও বলেন, ওসির দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে বাগমারায় বইছে শান্তির সুবাতাস। বাগমারায় আর আগের মত নেই সেই রক্তাক্ত জনপদ।

বাগমারা থানা কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, আমি সরকারি নির্দেশনা মেনে ন্যায় নিষ্ঠার সাথে সকল দায়িত্ব পালন করে থাকি। থানা এলাকার আইন শৃঙ্খলার যেন অবনতি না ঘটে সে ব্যাপারে বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকি। বাগমারা রাজশাহী জেলার মধ্যে বড় উপজেলা। অনেক সময় দু একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটে যেতে পারে।

তবে, উপজেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে বিভিন্ন কমিউনিটির লোকজনের সাথে আলোচনা করি তারা যেন অকারনে সামান্য বিষয় নিয়ে নিজেকে মামলা মোকদ্দমায় না জড়ায়। এদিকে থানা এলাকায় মাদক, বাল্যবিবাহ নিয়ন্ত্রণ, মামলার তথ্য দ্রুততম সময়ে উদঘাটনসহ সার্বিক বিষয়ে ভূমিকা রেখে চলেছেন ওসি মোস্তাক আহম্মেদ। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.