রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৭:৫৫ pm
বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে আগামী বুধবার শপথ নিচ্ছেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। তার অভিষেক অনুষ্ঠানে গাইবেন জনপ্রিয় সংগীতশিল্পী লেডি গাগা। নাচবেন জেনিফার লোপেজ। এ ছাড়া মঞ্চ আলোকিত করতে উপস্থিত থাকবেন রাজনীতিবিদরা ও একঝাঁক সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের ওই অনুষ্ঠানে পারফরম করবেন জনপ্রিয় এই দুই মার্কিন তারকা। বাইডেনের টিমের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, বাইডেনের অভিষেকে ইউএস ক্যাপিটলের পশ্চিমভাগে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত গাইবেন পপতারকা লেডি গাগা। এর পর একটি মিউজিক্যাল পারফরম্যান্সে অংশ নেবেন গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ।
লেডি গাগাকে অবশ্য আগেও বাইডেনের পাশে দেখা গেছে। গত নভেম্বরে নির্বাচনের আগে ডেমোক্র্যাটদের হয়ে প্রচারণায় অংশ নিয়েছিলেন এ তারকা।
ক্যাপিটলের অনুষ্ঠানে আরও অংশ নেবেন সংগীতশিল্পী জাস্টিন টিম্বারলেক, জন বন জোভি, ডেমি লোভাটো ও অ্যান্ট ক্লেমনস। বাইডেনের শপথগ্রহণ উপলক্ষে ৯০ মিনিটের একটি অনুষ্ঠান সঞ্চালনা করবেন দুবার অস্কারজয়ী অভিনেতা টম হ্যাংকস।
এছাড়াও অনুষ্ঠানটিতে বক্তব্য রাখতে আমন্ত্রণ জানানো হয়েছে জর্জিয়ার এক কৃষ্ণাঙ্গ দমকলকর্মী, একজন সাবেক তরুণ কবি পুরস্কার বিজয়ী, এক ক্যাথলিক ধর্মযাজক এবং বাইডেনের নিজ শহর উইলমিংটনের এক যাজককে।
অনুষ্ঠানে তারা বৈচিত্র্যপূর্ণ মার্কিন জাতির প্রতিনিধিত্ব করবেন বলে বাইডেনের টিমের পক্ষ থেকে জানানো হয়েছে। সূত্র: আলজাজিরা