শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১০:২৩ pm
ডেস্ক রির্পোট : নওগাঁর মান্দায় প্রসাদপুর সাব-রেজিস্ট্রার অফিসে সাংবাদিক নির্যাতন মামলার চার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার মামলার এজাহারভুক্ত আসামীরা আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে নওগাঁ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিকাশ কুমার বসাক জামিন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তারা হলেন- প্রসাদপুর দলিল লেখক সমিতির সভাপতি এরশাদ আলী (৫০), সাধারণ সম্পাদক বাবুল আক্তার (৪৫), সাংগঠনিক সম্পাদক আলামিন রানা (৩০) ও খাদেমুল ইসলাম (৫৫)।
এই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৯ আগস্ট।
এর আগে শনিবার তদন্তে দোষী পাওয়ায় পুলিশ দলিল লেখক সমিতির সদস্য মিজানুর রহমানকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। এ নিয়ে মামলার পাঁচ আসামী কারাগারে।
উল্লেখ্য, মান্দা উপজেলার প্রসাদপুর দলিল লেখক সমিতির বিরুদ্ধে দীর্ঘদিন সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ছিল। অতিরিক্ত অর্থ না দিলে তারা মানুষদের হয়রানি করতেন। গত ৮জুন দলিল লেখক সমিতির নেতা-কর্মীরা দৈনিক যুগান্তর ও জাগোনিউজের জেলা প্রতিনিধি আব্বাস আলী ও তার বড় ভাই আসাদ আলীকে মারধর করে।
পরে ভুক্তভোগী আব্বাস আলী বাদি হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেন। সূত্র : যুগান্তর