সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৯:২৪ am

সংবাদ শিরোনাম ::
রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল
আড়ানীতে নৌকার ২ সমর্থককে আবারও কুপিয়ে জখম

আড়ানীতে নৌকার ২ সমর্থককে আবারও কুপিয়ে জখম

আমানুল হক আমান; বাঘা  : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর নির্বাচনে আবারও সহিংসতার ঘটনা ঘটেছে। পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শহীদুজ্জামান শাহীদের দুই সমর্থককে বৃহস্পতিবার রাতে কুপিয়ে জখম করা হয়েছে। তাদের দুই জনকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাদের একজনকে আইসিইউতে নেয়া হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন আড়ানী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান (৪৫) ও তার ভাগ্নে আরিফ হোসেন (৩০)। তাদের অভিযোগ বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মুক্তার আলীর সমর্থককেরা তাদের ওপরে হামলা করেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে পৌরসভার নুরনগর গ্রামের এই ঘটনা ঘটেছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বজলুর রহমানকে। বজলুর রহমান মোবাইল ফোনে বলেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী শহীদুজ্জামানের কাছ থেকে কেন্দ্র খরচের টাকা নিয়ে আমি ও আমার ভাগ্নে আরিফ বাড়ি ফিরছিলাম। আরিফকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলাম। নুরনগর গ্রামের কদমতলা থেকে পশ্চিকে ২০০ গজ আসতেই দেখতে পায় স্থানীয় নাসির উদ্দিনের ছেলে আশিক আহম্মেদ, বিদ্রোহী প্রার্থী মুক্তার আলীর ছেলে রাজু আহম্মেদ, সেকেন্দার আলীর ছেলে সজল হোসেন, সুলতান আলীর ছেলে শরীফ হোসেনসহ মুখ বাঁধা আরও ৫/৬ জন। মুক্তার আলীর ছেলের হাতে চাইনিজ কুড়াল, আশিকের হাতে ডেগার।

তারা এখানে কী করছে জানতে চাওয়ার সঙ্গে সঙ্গে আশিক তার বগলের নিচ দিয়ে ডেগার ঢুকিয়ে দেয়। এ সময় আমি পড়ে যায়। মুক্তার আলীর ছেলে এসে তার পায়ের ওপরে চারটি কোপ দেন। মুখ বান্ধা লোকেরা এসে উপর্যুপরি আমার পিঠের ওপরে চাপাতি দিয়ে কোপাতে থাকেন। আমি মারা গেছি বলে বালুর মধ্যে তাকে ফেলে চলে যায়। পরে হাসপাতালে এসে জানতে পারি আমার ভাগ্নের পেটে আশিক ডেগার চালিয়ে দিয়েছে। ভাগ্নের নাড়ি ভূড়ি সব বেরিয়ে গেছে।
বজলুর রহমান আরো বলেন, ঘটনার পরে লোক মারফত জানতে পারি বিদ্রোহী প্রার্থী মুক্তার তাকে হত্যা করার জন্য আশিকের সঙ্গে ১০ লাখ টাকার চুক্তি করেছেন।

আরিফের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার মামাত বোন আঁখি খাতুন বলেন, আরিফ একজন সিএনজি চালক। তার অবস্থা আশঙ্কা জনক। তার নাড়ি ভুড়ি বের হয়ে গেছে। তাকে চিকিৎসকেরা ২৪ ঘণ্টা সময় দিয়েছেন। ২৪ ঘণ্টা পার না হলে তিনি বাঁচবে কিনা তার নিশ্চয়তা নেই।

এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, হামলার শিকার ও হামলা কারীরা পরস্পরের আত্মীয়। যারা আহত হয়েছেন, তারা নৌকার সমর্থক। আর যারা হামলা করেছে তারা বিদ্রোহী প্রার্থীর সমর্থক। নৌকার প্রার্থীকে ফোন করে তিনি এইটুকু জানতে পেরেছেন। এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। মৌখিকভাবে খবর পেয়ে হামলাকারীদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। বাড়িতে তাদের পাওয়া যায়নি।

উল্লেখ্য, উপজেলার আড়ানী পৌর নির্বাচনে আ.লীগের নৌকার প্রার্থী শহীদুজ্জামান শাহীদ গণসংযোগ শেষে আড়ানী বাজারের তালতলায় পথসভায় করছিল। এ সময় বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মুক্তার আলী ও তার সমর্থকরা ১৫/২০ জন অতর্কীভাবে হামলা চালায়। পরে তারা মসজিদের মাইকেল লোকজনকে ডেকে মুক্তার আলীসহ তার দল নিয়ে নৌকার প্রার্থীর দুটি অফিস ভাংচুর, ৫টি মোটরসাইকেল, শতাধিক দোকান ভাংচর করে লুটপাট করে নিয়ে যায়। দফায় দফায় গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায়। এই ঘটনায় নৌকার নির্বাচন কমিটির আহ্বায়ক আবদুল মতিন মতি বাদি হয়ে মুক্তার আলীকে প্রধান আসামি করে ৫০ জনে নাম উল্লেখ করে ৫০০/৬০০ জনের নামে মামলা বিস্ফোরণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় মিলন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

এই ঘটনায় আহত হয়েছেন নৌকার প্রার্থী শহীদুজ্জামান শাহীদের সমর্থক তুষার আহমেদ, সোহান আহমেদ, ইসলাম উদ্দিন, লাটু হোসেন, ইফসুফ আলী, সাবাজ আলীসহ প্রায় ২৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েনে রয়েছে।

এই ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকাল ৯টায় নৌকার সমর্থক ফাকরুক হোসেন নামের এক কর্মীকে মুক্তার নিজে ও তার লোকজন মারপিটের ঘটনায় আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এদিকে, গত ৮ জানুয়ারি দুপুরে আড়ানী পৌরসভা নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মুক্তারের সমর্থকরা মাছরাঙা টেলিভিশন রাজশাহীর ক্যামেরাপারসন মাহফুজুর রহমান রুবেল এবং দীপ্ত টিভির ক্যামেরাপারসন রফিকুল ইসলামের ওপর হামলা চালায়। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.