শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১১:৫১ am

সংবাদ শিরোনাম ::
মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ
করোনাকালের বড় যোদ্ধা চাঁপাইনবাবগঞ্জের চিকিৎসকরা

করোনাকালের বড় যোদ্ধা চাঁপাইনবাবগঞ্জের চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ জেলায় চিকিৎসা সেবায় দিন দিন নতুন নতুন যন্ত্রপাতি সংযোজন হচ্ছে। এতে মানুষকে আর একটুতেই ছুটে যেতে হচ্ছে না রাজশাহী কিংবা ঢাকা শহরে। ডিজিটাল যুগে জেলায় শহর ছাড়িয়ে উপ জেলাগুলোতেও হাতের নাগালে মিলছে চিকিৎসা সেবা। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সারা বাংলাদেশে চিকিৎসা সেবা বাড়াতে বিশেষ ভাবে কাজ করে চলেছেন। তারই প্রতিফলন বর্তমানের উন্নত চিকিৎসা ব্যবস্থা।

করোনা পরিস্থিতিতে গত দু বছরের অধিক সময় ধরে চাঁপাইনবাবগঞ্জের চিকিৎসকবৃন্দ মৃত্যু ভয়কে উপেক্ষা করে নিজ পেশাগত দায়িত্ব সুচারুভাবে করে যাচ্ছেন। ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, ডা. দুররুল হুদা, ডা. গোলাম রাব্বানী, ডা. ময়েজউদ্দিন, ডা. নাদিম সরকার, ডা. নাহিদ ইসলাম মুন, ডা. ইসমাইল, ডা. গোলাম কিবরিয়া, ডা. ইউসুফ, ডা. শফিউল ইসলামসহ জেলার আরও সব চিকিৎসক বৃন্দ সেবা দিচ্ছেন। করোনাকালে বড় যোদ্ধা চাঁপাইনবাবগঞ্জের সকল চিকিৎসক।

শহরের সেবা ক্লিনিক, পদ্মা ক্লিনিক, ল্যাব ওয়ান, প্রয়াস হেল্থ কেয়ার, ম্যাক্স হসপিটাল, সদর আধুনিক হাসপাতাল, মহানন্দা ক্লিনিক, নবাব ক্লিনিক, সাদিয়া ক্লিনিক, রোজ ডায়াগনস্টিক সেন্টার, ডায়াবেটিস সেন্টার খালঘাট, দিবানিশি ক্লিনিক, চক্ষু হাসপাতাল, জনতা ক্লিনিক, গৌড় ক্লিনিক, মাতৃসদন, সূর্যের হাসিসহ এলাকার স্থানীয় চিকিৎসকরা দিনরাত চিকিৎসা দিয়ে যাচ্ছেন। ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আরও আছে, তারাও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন।

কিছু কিছু চিকিৎসক ঢাকা রাজশাহী থেকে এসে চাঁপাইনবাবগঞ্জে নিয়মিত চেম্বারে রুগি দেখছেন এবং বিভিন্ন প্রকার বড় বড় অস্ত্রপচার সফল ভাবে শেষ করছেন।

এ বিষয়ে সদর আধুনিক হাসপাতালের হাড় জোড় বিশেষজ্ঞ চিকিৎসক মো. ইসমাইল হোসেন জানান, আধুনিক যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে আমরা এখন নানা রকম অস্ত্রপচার করতে সক্ষম। এমনও ঘটনা ঘটছে রাজশাহী মেডিকেল কলেজ থেকে ফেরত এসে আমাদের চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়েছেন। একজন ডাক্তার হয়ে আমি বলব চিকিৎসা ব্যবস্থায় এখন আমরা অনেক এগিয়ে। সেবা নিচ্ছে প্রতি নিয়ত মানুষ। সেবা পেয়েও খুশি রোগীরা।

ডা. গোলাম রাব্বানী এ বিষয়ে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা পরিস্থিতি সর্বক্ষণ তদারকি করছেন। সরকারের পাশাপাশি মানবিক দিক বিবেচনা করে আমরা চিকিৎসকরা যে যার মত পারছি সহযোগিতা করে যাচ্ছি। সকল ওয়ার্ড বয়, নার্স, কর্মকর্তা কর্মচারী মোট কথা স্বাস্থ্য বিষয়ে যারা জড়িত সকলেই মৃত্যু ভয়কে উপেক্ষা করেই সেবা দিয়ে চলেছেন।

ডা. রাব্বানী আরও বলেন, মানবিক দিক বিবেচনা করে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ সেবা প্রদানও শুরু করেছি বৃহস্পতিবার। এই করোনা কালীন সময়ে করোনা আক্রান্ত হয়ে অক্সিজেনের অভাব জনিত কষ্টে যারা ভুগছেন তাদের জন্য আমাদের এই সামান্য প্রয়াস।

বাংলাদেশ আওয়ামী লীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী আরও বলেন, এ কাজের উদ্দেশ্য একটাই করোনা কষ্টে জর্জরিত মানুষগুলোর মুখে হাসি ফোটানো। আর সেই হাসিই আমার শান্তি, আমাদের শান্তি। এই সংকটময় সময়ে এই কাজে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ, চাঁপাইনবাবগঞ্জবাসিও তাদের প্রতি কৃতজ্ঞ।

সুদূর কানাডা থেকে একজন হৃদয়বান ব্যক্তি এই সেবামূলক কাজের জন্য অর্থ পাঠিয়ে তার নানীর মঙ্গল কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন। নিশ্চয়ই আমরা তাঁর জন্য দোয়া করতে কার্পণ্য বোধ করব না। এভাবেই তো আমরা একে অপরের সহযোগিতা নিয়ে এগিয়ে যাব।

তিনি জানান, আমাদের এখানে এই কাজে ১০ জন প্রশিক্ষিত ভলেন্টিয়ার রয়েছেন। কল করা মাত্র আপনাদের কাছে এই অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিবেন। এই কিছুক্ষণ আগে রাত এগারোটার সময় আমাদের একজন ভলেন্টিয়ার করোনা আক্রান্ত হয়ে অক্সিজেনের অভাবে ভুগছেন এরকম একজন রোগীকে একটি সিলিন্ডার পৌঁছে দিয়েছেন। আপনার প্রয়োজনেও কল করতে পারেন।

প্রাথমিকভাবে আমাদের কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মধ্যে সীমাবদ্ধ রেখেছি। আমাদের ইচ্ছা আছে যদি আরো সহযোগিতা পাই যদি আরো নিবেদিতপ্রাণ ভলেন্টিয়ার পায় তাহলে এই কাজের ব্যপ্তি আরও বৃদ্ধি করতে পারব। হৃদয়বান সবার প্রতি আবেদন আমাদের এই কাজে সহযোগীতার হাত বাড়িয়ে দিন। যুবসমাজের প্রতি আহ্বান আমাদের নিবেদিতপ্রাণ আরও ভলেন্টিয়ার দরকার। আগ্রহীদের এগিয়ে আসার প্রত্যাশায় রইলাম।

আপনাদের প্রয়োজনে কল করুন- জুয়েল- ০১৭২৩-৯৬৮-১৪৩, সুবর্ন- ০১৭৪৬-৩৩৭-৫০১, সাব্বির – ০১৭৬৪-০০৫-৩৬০।

কাজেই সময় ও পরিস্থিতি বিবেচনা করে চাঁপাইনবাবগঞ্জে অতি শীঘ্রই আইসিইউ ইউনিট ও পিসিআর ল্যাব স্থাপন হবে এটাই কাম্য। তাই আসুন সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি। করোনা থেকে নিজে নিরাপদ থাকুন, এই সমাজ তথা এদেশকে করোনামুক্ত করতে সহযোগিতা করুন। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.