শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১১:৩৭ am

সংবাদ শিরোনাম ::
মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ
সাকিলের আগুন ঝরা বোলিংয়ে শেখ জামালের বিশাল জয়

সাকিলের আগুন ঝরা বোলিংয়ে শেখ জামালের বিশাল জয়

ক্রীড়া ডেস্ক : সালাউদ্দিন সাকিলের আগুন ঝরা বোলিংয়ের দিনে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে উড়িয়ে দিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।  ৩.৩ ওভারে মাত্র ১৬ রানের বিনিময়ে পাঁচ উইকেট শিকার করেন তিনি। সাকিলের ক্যারিয়ার সেরা এই বোলিংয়ে বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচে পারটেক্সকে ছয় উইকেটে হারিয়েছে শেখ জামাল। ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন সালাউদ্দিন।

বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাট করে সালাউদ্দিনের বোলিংয়ের সামনে ১০৪ রানে অলআউট হয়ে যায় পারটেক্স। দলের পক্ষ শুধু আব্বাস মুসা ২০ রান করেন। বাকিরা কেউ তেমন উল্লেখযোগ্য রান করতে পারেননি। সাতজনই আউট হয়েছেন ১০-এর নিচে। ১৯ করে করেছেন দুজন।

এই মামুলি টার্গেট তাড়া করতে নেমে ১৬ বল হাতে রেখেই ছয় উইকেটে জয় পেয়েছে। ১৭.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় নুরুল হাসান সোহানের দল।  দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ২৭ রান করেন ইলিয়াস সানি। ২৩ বলে ২২ রান করেন নাসির হোসেন।

ছয় ম্যাচে নিজেদের তৃতীয় জয় পেল শেখ জামাল। ছয় পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে আছে তারা। অন্যদিকে এখনো জয়ের দেখা না পাওয়া পারটেক্স আছে টেবিলের তলানিতে।

সংক্ষিপ্ত স্কোর :

পারটেক্স : ১৯.৩ ওভারে ১০৪ (আলভি ২০, সায়েম ৬, তাসামুল ৬, জহুরুল ১৯, ধীমান ১৯, রাজিবুল ৬, মেহরাব ১২, জয়নুল ৯*; নাসির ১-০-৫-১, সানি ৪-০-১৭-২, ইবাদত ৪-০-৩১-১, সালাউদ্দিন ৩.৩-০-১৬-৫, জিয়া ৪-০-১৮-১)।

শেখ জামাল : ১৭.২ ওভারে ১০৫/৪ (সৈকত ৪, আশরাফুল ১৭, নাসির ২২, সোহান ৩০, সানি ২৭*, তানভীর ১*; জয়নুল ৩.২-০-২৬-২, রাজিবুল ৩-১-৭-১, মেহরাব ২-০-৬-১, নিহাদ ৩-০-২০-০, জুবায়ের ১-০-১২-০, তাসামুল ৩-০-১৭-০)।

ফল: শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ৬ উইকেটে জয়ী। সূত্র : যুগান্তর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.