শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৮:০৬ am
ক্রীড়া ডেস্ক : বৃষ্টি সেই প্রথম দিন থেকে বাগড়া দিচ্ছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে। তাতে করে ২০ ওভারের প্রিমিয়ার লিগে অনেক ম্যাচই কাটছাঁট করে কার্টেল ওভার করতে হচ্ছে।
এর মধ্যে ৩১ মে প্রথম দিন বিকেএসপির দুটি করে চারটি ম্যাচ প্রবল বর্ষণে ধুয়েই গেছে। এছাড়া প্রায় প্রতিদিনই একটি না একটি ম্যাচ বৃষ্টির কারণে কর্তিত হচ্ছে। এখন পর্যন্ত বৃষ্টির বাধায় ২০ ওভারের বদলে ১২-১৩, ১০-১১, এমনকি ৬ ওভারের ম্যাচও হয়েছে। গতকাল (মঙ্গলবার) বিকেএসপিতে বৃষ্টির পর মোহামেডান আর প্রাইম দোলেশ্বরের ম্যাচটিই ছিল মাত্র ৬ ওভারের।
এদিকে আজ বুধবার ছিল বিরতি। আগামীকাল ১০ জুন শুরু প্রিমিয়ার ক্রিকেট লিগের ষষ্ঠ পর্ব। সব কিছু ঠিক থাকলে যথারীতি বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে সকাল নয়টা আর দুপুর দেড়টায় দুটি করে চারটি ম্যাচ আর শেরে বাংলায় একই সময়ে দুটি ম্যাচ শুরু হবে।
বৃহস্পতিবার সকাল ৯টায় শেরে বাংলায় গাজী গ্রুপ মুখোমুখি হবে ওল্ডডিওএইচএসের। একই সময়ে বিকেএসপির ৩ নম্বর মাঠে হবে প্রাইম দোলেশ্বর আর প্রাইম ব্যাংকের ম্যাচ। আর বিকেএসপির ৪ নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডি খেলবে পারটেক্স স্পোর্টিংয়ের সাথে।
৫ ম্যাচের ৪টিতে জয় আর ব্রাদার্সের সাথে বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচে ১ পয়েন্ট পাওয়া ফরহাদ রেজা বাহিনী ৫ খেলায় ৯ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে। আর মুশফিকের আবাহনী ও বিজয়-তামিমের প্রাইম ব্যাংক সমান ম্যাচে ৪টি করে জয় নিয়ে দ্বিতীয় স্থানে।
বৃহস্পতিবার প্রাইম দোলেশ্বর জিতে গেলে প্রথমপর্বে শীর্ষে থাকার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। অন্যদিকে জয়ী হলে লিগ টেবিলে প্রাইম ব্যাংকের অবস্থানও হবে সমৃদ্ধ।