রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:৩৪ am
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জেলা পরিষদের বিশেষ বরাদ্দ হতে চলমান করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য রাজশাহী জেলা পরিষদের পক্ষে সিভিল সার্জনের নিকট অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।
মঙ্গলবার সকালে নগরীর দাশপুকুরস্থ রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ে ১০ লাখ টাকা ব্যয়ে ৩৭টির মধ্যে ২৭টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে রাজশাহী সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার সিলিন্ডারগুলো গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রেজা হাসান ও রাজশাহী বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে স্থানীয় সরকারের উপ-পরিচালক চিত্রলেখা নাজনিন ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. বিভাস কুমার শর্মা, ডা. খুরশিদ ইসলাম, রাজশাহী জেলা পরিষদের হিসাবরক্ষক আব্দুল মান্নানসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অক্সিজেন সিলিন্ডার প্রদানকালে জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, বাংলাদেশসহ বিশ্বের এই মহামারীতে ডাক্তারদের ভূমিকা সকলের ঊর্ধ্বে। বাংলাদেশের ডাক্তাররা জীবনে ঝুঁকি নিয়ে এদেশের মানুষের পাশে এসে না দাঁড়ালে আজ আমাদের দেশের কী অবস্থা হতো তা আমারা সকলে জানি। আমি জানি, জেলা পরিষদের এই ২৭টি সিলিন্ডার রাজশাহীর ৯ উপজেলায় কিছুই হবে না। আমি সুযোগ পেলে আবারও রাজশাহী সিভিল সার্জনের পাশে এসে রাজশাহী জেলার মানুষের সেবা করার চেষ্টার করবো।
অক্সিজেন সিলিন্ডার গ্রহনের সময় রাজশাহী সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বলেন, এই মহামারিতে রাজশাহী জেলা পরিষদ আমাদের পাশে এসে দাঁড়ানোতে রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞ। তিনি রাজশাহী জেলার মানুষের যে উপকার করলেন তা ভাষায় প্রকাশ করা যাবেনা।