শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৭:৫১ am
ক্রীড়া ডেস্ক : নিষেধাজ্ঞা কাটিয়ে প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরেছেন শাহাদাত হোসেন। প্রথম ম্যাচে পারটেক্সে স্পোর্টিং ক্লাবের হয়ে সাফল্য না পেলেও আজ (মঙ্গলবার) নিজের দ্বিতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে উইকেটের দেখা পেয়েছেন এই অভিজ্ঞ পেসার।
শাহাদাত সাফল্য পেলেও তার দল হারের বৃত্ত ভাঙতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ব্রার্দাসের করা ১৪৭ রান টপকাতে ব্যর্থ হয়েছে পারটেক্স। ১৯.৫ ওভারে তারা অলআউট হয়েছে ১১৪ রানে। ফলে ৩৩ রানের জয় পোয়েছে ব্রাদার্স। বিপরীতে পারটেক্স এখন পর্যন্ত একটি ম্যাচ জিততে পারেনি। সব ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে তলানিতে তারা।
বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে রাহাতুল ফেরদৌসের ৫৪ ও নাঈম ইসলাম জুনিয়রের ৩৪ রানে ভর করে ১৪৭ রান সংগ্রহ করে ব্রাদার্স। রাহাতুল ৪৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫৪ রানের ইনিংসটি সাজিয়েছেন।
পারটেক্সের শাহাদাত ৪ ওভারে ২৬ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। তার মতো জয়নুল ইসলাম ও তাসামুল ইসলামও পেয়েছেন ২টি করে উইকেট।
১৪৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নামা পারটেক্স টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১ বল আগেই ১১৪ রানে অলআউট হয়। সর্বোচ্চ ৪৪ রান আসে ধীমান ঘোষের ব্যাট থেকে।
ব্যাটিংয়ে পর বল হাতে রাহাতুল নিয়েছেন ৪ উইকেট। তার বাঁহাতি স্পিনেই মূলত ভেঙে পড়ে পারটেক্সের ব্যাটিং লাইনআপ। এছাড়া সাকলাইন সজিব ও সুজন হাওলাদার নিয়েছেন ২টি করে উইকেট। সূত্র : বাংলাট্রিবিউন