বৃহস্পতিবর, ০৫ িসেম্র ২০২৪, সময় : ০৮:১১ am
সানাউল্লাহ স্বপন, নিজস্ব প্রতিবেদক : ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেছেন, বাঙালির মুক্তির সনদ বঙ্গবন্ধুর ছয় দফা। ছয় দফার মাধ্যমেই স্বাধীনতার বীজ বপিত হয়েছিল। ১৯৬৬ সালের ৭ জুন বাঙালির স্বাধীনতা, স্বাধিকার ও মুক্তি সংগ্রামের ইতিহাসের অন্যতম মাইলফলক, অবিস্মরণীয় একটি দিন।’
সোমবার (৭ জুন) ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদের উদ্যোগে “ছয় দফা বাঙালি জাতির ম্যাগনা কার্টা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, ‘মুক্তিযুদ্ধের প্রাক্কালে যেসব আন্দোলন বাঙালির মনে স্বাধীনতার চেতনা ও স্পৃহাকে ক্রমাগত জাগিয়ে তুলেছিল, ছয় দফা আন্দোলন তারই ধারাবাহিকতার ফসল। এরই ধারাবাহিকতায় উনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচনে বাঙালির অবিস্মরণীয় বিজয়, একাত্তরের ৭মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চের গণহত্যা এবং ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার পথ ধরে দেশ স্বাধীনতার পথে এগিয়ে যায়। ১৬ ডিসেম্বর নয় মাসের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের মাধ্যমে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।
স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু, ইবির সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. শাহীনুর রহমান, প্রফেসর মোঃ সাজিদুল ইসলাম, সাইদুর রহমান পান্না, উপাধ্যক্ষ হরিচাঁদ মন্ডল সুমন, মেহেরুন্নেছা, প্রভাষক শামীম, সুশান্ত মন্ডল,হারুন অর রশিদ,অধ্যক্ষ শরীফুল, সালাহউদ্দিন তারেক প্রমুখ। আজকের তানোর