রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১১:১৪ pm
ডেস্ক রির্পোট : বগুড়ার শেরপুরের আওলাকান্দি গ্রামে পাবজি গেমস খেলতে না পারায় ক্ষুব্ধ হয়ে ইন্টারনেটের তার কাটতে গিয়ে পল্লী বিদ্যুতের তারে আটকে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রের নাম রকি হোসেন (১৫)। সে উপজেলার সুঘাট ইউনিয়নের আওলাকান্দি গ্রামের মো. মাহবুবের ছেলে। ফুলজোড় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রকি।
সেসহ কয়েকজন পাবজি গেমস খেলার জন্য ইন্টারনেট সংযোগ নেয় একই গ্রামের আবু বকরের বাড়িতে। ওই বাড়ি থেকে ইন্টারনেটের রাউটার চুরি হয়ে যায়। পরে ওই বাড়ির মালিক সংযোগটি খুলে নেওয়ার কথা বলে নেট ব্যবসায়ীকে।
এ কথা শোনার পর রকি ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার সকাল ৯টার দিকে পল্লী বিদ্যুতের খুঁটির সঙ্গে লাগানো ইন্টারনেট সংযোগ কাটতে গিয়ে বিদ্যুতের তারের সঙ্গে আটকে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সুঘাট ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র : যুগান্তর