বুধবা, ২৭ নভেম্বর ২০২৪, সময় : ০৯:১৮ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
অনলাইনে খাজনা দেব, ঘরে বসেই সেবা পাব’-এই প্রতিপাদ্য নিয়ে রাজশাহীর তানোরেও ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আজ (৬ জুন) রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভূমি সেবা সপ্তাহ’র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ। পরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সার্ভেয়ার পুলক কুমার পোর্দ্দার, সার্টিফিকেট সহকারী ও (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নাজির) সাহিনুর রহমান, তানোর ইউনিয়ন ভূমি কর্মকর্তা লুৎফর রহমানসহ বেশ কয়েকজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ছাড়াও সেবা প্রত্যাশী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভূমি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়া ও ডিজিটাল ভূমি সেবা সমূহে জনগণকে উদ্বুদ্ধ ও আগ্রহী করা এবং ডিজিটাল সেবা সমূহের সুবিধা ভূমি মালিকগনকে জানানোর জন্য ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত এ সেবা সপ্তাহ পালন করা হবে বলে জানান ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ।আজকের তানোর