সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০১:৩৮ am
ডেস্ক রির্পোট : হতাশ না হয়ে সংগ্রাম করে জয়ী হতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর রাজপথের সেই আন্দোলনের জন্য বিএনপিকে গণতন্ত্রমনা হওয়ার আহবান জানান দলের ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম।
শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপি নেতারা এসব কথা বলেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে জাতীয় প্রসক্লাবে বিএনপির আলোচনা সভায় দলটির নেতারা বলেন, বিশ্বব্যাপী যে দুর্বৃত্তায়নের শাসন চলছে বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। যার খেসারত দিতে হচ্ছে গোটা মানবজাতিকে।
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জবাবদিহিমূলক সরকার যদি সৃষ্টি করতে না পারেন, আর জনগণ মালিক এটা যতদিন জনগণ বুঝে উঠতে না পারবে, তত দিন দুর্বিত্তায়তায়ন চলবে। সকল ক্ষেত্রে আমাদের সূচক নিম্ন থাকলেও দুর্নীতির ক্ষেত্রে উর্ধ্মুখী। ক্ষমতাসীন দলের পতন চাইলে বিএনপিকেই আরো সচেতন ও সক্রিয় হওয়া উচিত বলে মত দলের আরেক নেতার।
বিএনপি’র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, আমাদেরকে সচেতন হতে হবে এবং দেশে ও দলে গণতন্ত্র থাকতে হবে। জীবনাচরণেও তার প্রতিফলন থাকতে হবে। আমরা রাজপথে একটি গণআন্দোলন গড়ে তুলত চাই।
আর বিএনপি মহাসচিবের কণ্ঠে ছিল বসে না থেকে লড়াইয়ের আহবান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের অনেকেই হতাশ। হতাশার কথা বললে বেঁচে থাকার আর কোনো পথ থাকবে না। একটা দানব আমাদের স্বপ্ন তসনস করে দিচ্ছে। সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তার জন্য আমাদের শুধু হাত-পা ছোটালেই হবে না, পরিকল্পিতভাবে হাত-পা ছোটাতে হবে। আজকের তানোর