রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ১১:১৪ am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে আরও বেড়েছে করোনাভাইরাস সংক্রমণের হার। তবে সামান্য কমেছে চাঁপাইনবাবগঞ্জে। শনিবার রাজশাহীর দুইটি ল্যাবে এই দুই জেলার ৫৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। রাতে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল দুইটি ল্যাবের করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট প্রকাশ করা হয়।
এতে দেখা যায়, রাজশাহীতে আগের দিনের চেয়ে প্রায় এক শতাংশ বেড়ে করোন শনাক্তের হার দাঁড়িয়েছে ৫০ দশমিক ২৭ শতাংশ। আর পাইনবাবগঞ্জে দশমিক ৫১ শতাংশ কমে হয়েছে ৬১ দশমিক ৩৬ শতাংশ।
এর আগের দিন শুক্রবার রাজশাহীতে করোনা শনাক্তের হার ছিল ৪৯ দশমিক ৪৩ শতাংশ। আর চাঁপাইনবাবগঞ্জে ৬১ দশমিক ৮৭ শতাংশ। যা গত বৃহস্পতিবার রাজশাহীতে ছিল ২৬ শতাংশ আর চাঁপাইনবাবগঞ্জে ৫৩ দশমিক ৯৪ শতাংশ।
রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল ল্যাব সূত্রে জনা গেছে, শনিবার এই দুই ল্যাবে ৫৪২ জনের নমুনা পরীক্ষার ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীর ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করে ১৮৪ জনের পজিটিভ এসেছে। আর চাঁপাইনবাবগঞ্জের ১৭৬ জনের নমুনা পরীক্ষা করে ১০৮ জনের করোনা পজিটিভ এসেছে। আজকের তানোর