মঙ্গবার, ১০ িসেম্র ২০২৪, সময় : ১১:২২ pm
আকতার হোসেন, নিজস্ব প্রতিবেদক :
ভালোবাসা দিবসে আগামী ১৪ই ফেব্রুয়ারী রাজশাহীর তানোর পৌর পরিষদ নির্বাচন। এই পরিষদের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আলী হোসেন। অত্র ওয়ার্ডের নির্যাতিত নিপীড়িত ও সুযোগ সুবিধা বঞ্চিত মানুষের উন্নয়ন ঘটাতে কাউন্সিলর হতে চান আলী হোসেন।
তিনি তানোর পৌর যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। পেশায় কৃষক ও ব্যবসায়ী। অত্র ওয়ার্ডের জিওল দক্ষিণপাড়া মহল্লার নাগরিক। পিতা মুন্তাজ আলী জিওল দাখিল মাদ্রাসার অফিস সহায়ক। শৈশব কাল থেকেই তিনি নম্র ভদ্র ও বিনয়ী পরউপকারী।
এনিয়ে সমর্থনকারী দুলাল হোসেন জানান, মানুষের কল্যাণে ও বিপদ আপদে সহায়তা করাই আলী হোসেনের স্বভাব। এজন্য লেখাপড়ায় বেশি দূর যেতে পারেননি তিনি। এসএসসি পরীক্ষা দিয়ে সংসারে মনযোগী হন। বয়স ৩২ বছরে পড়েছে। এভাবে শুধু মানব সেবা নয়, এলাকার মসজিদ ও ধর্মীয় শিক্ষার উন্নয়নেও রয়েছে বিশেষ অবদান।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য তারেক সরকার, পৌর যুবলীগের ৭ নম্বর ওয়ার্ড সেক্রেটারী আশরাফুল শাহ্ ও সংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এই পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারী। আর বাছাই করা হবে ১৯ জানুয়ারী। তবে, প্রার্থীতা প্রত্যাহার করা যাবে ২৬ জানুয়ারী। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৪ই ফেব্রুয়ারী। আজকের তানোর