শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৭:২৬ pm
নিজস্ব প্রতিবেদক : মৃত্যু বাড়ার সাথে সাথে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ একদিনের ব্যবধানে বেড়েছে করোনাভাইরাস শনাক্তের হার। আগের দিনের চেয়ে প্রায় দিগুন বেড়ে শুক্রবার রাজশাহীতে করোনা শনাক্তের হার ছিল ৪৯.৪৩ শতাংশ। আর চাঁপাইনবাবগঞ্জে এ দিন শনাক্তের হার ছিল ৬১.৮৭ শতাংশ।
যা বৃহস্পতিবার রাজশাহীতে ছিল ২৬ শতাংশ আর চাঁপাইনবাবগঞ্জে ৫৩.৯৪ শতাংশ বলে জানান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
তিনি জানান, শুক্রাবর রাজশাহীর দুইটি ল্যাবে পরীক্ষার পর রাজশাহীসহ তিন জেলার ২৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীর ১৩১ জন, চাঁপাইনবাবগঞ্জের ১১২ জন ও নাটোরের চারজন। এদিন দুটি পিসিআর ল্যাবে ৪৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।
তিনি বলেন, রাজশাহীর ২৬৫ জনের নমুনা পরীক্ষা করে ১৩১ জনের পজিটিভ এসেছে। যা শনাক্তের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের ১৮১ জনের নমুনা পরীক্ষা করে ১১২ জনের করোনা পজিটিভ এসেছে। যা শনাক্তের ৬১ দশমিক ৮৭ শতাংশ। এছাড়াও নাটোরের ৯ জনের করোনার নমুনা পরীক্ষা করে ৪ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।
শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে সর্বোচ্চ ১৬ জন রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিইউতে তারা মারা যান। রামেক হাসপাতালে একদিনে করোনায় এটিই সর্বোচ্চ মৃত্যু।
যে ১৬ জন মারা গেছে তাদের মধ্যে ১০ জনই করোনা পজিটিভ। আর উপসর্গ নিয়ে মারা গেছে ৬ জন। মৃতদের মধ্যে আইসিইউতে পাঁচজন, ২৫ নম্বর ওয়ার্ডে তিনজন, ২২ নম্বর ওয়ার্ডে দুইজন, তিন নম্বর ওয়ার্ডে তিনজন, ২৯ নম্বর ওয়ার্ডে দুইজন, ৩৯ নম্বর ওয়ার্ডে একজন মারা গেছে। মৃতদের মধ্যে চাপাইনবাবগঞ্জের নয়জন, রাজশাহীর ছয়জন, নওগাঁ জেলার একজন। আজকের তানোর