শুক্রবার, ২০ েপ্টেম্বর ২০২৪, সময় : ১০:১৮ am

সংবাদ শিরোনাম ::
ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিখোঁজের সাতবছর পর ছেলেকে ফিরে পেলেন উচ্ছ্বসিত মা তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিকের সাবেক কাউন্সিলর মনসুরের মুক্তির দাবিতে মানববন্ধন সেই রুবেল আরও ৭ দিনের রিমান্ডে সিলেবাস সংক্ষিতের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সমাবেশ পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত : দুধরচকী রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার সংকটে বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ বাগমারায় অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব : আসিফ মাহমুদ একদিনের জন্য শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী আসছেন আজ বাংলাদেশ ও ভারত ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক
কাসেমিরো-নেইমাররা কী কোপায় খেলবেন?

কাসেমিরো-নেইমাররা কী কোপায় খেলবেন?

ক্রীড়া ডেস্ক : গণমাধ্যমে জোর গুঞ্জন, দেশে কোভিড-১৯ মহামারীর নাজুক পরিস্থিতির মধ্যে কোপা আমেরিকায় খেলতে চান না ব্রাজিল দলের অনেকে। তবে খবরের সত্যতা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। ব্রাজিলের কোচ তিতে জানালেন, বিশ্বকাপ বাছাইপর্বে সামনের দুটি ম্যাচ শেষে কোপা নিয়ে নিজেদের অবস্থান খোলাসা করবেন তারা।

দলের মধ্যে খোলামেলা আলোচনা তাদের বৃহস্পতিবারই হয়ে গেছে বলে নিশ্চিত করেছেন তিতে।  ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট হোজারিও কাবেক্লোর সঙ্গে দেখা করেও তারা নিজেদের মতামত জানিয়ে দিয়েছেন। তবে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দুটির আগে এসব নিয়ে প্রকাশ্যে আলোচনা চান না তারা। ব্রাজিলের রেডিও গাউসার এক প্রতিবেদনে বলা হয়েছে, তাদের ইউরোপে খেলা ফুটবলাররা কোপায় খেলতে অস্বীকৃতি জানিয়েছেন।

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ছয়টায় ব্রাজিলের প্রতিপক্ষ একুয়েডর। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক কাসেমিরোর অনুপস্থিতি যে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত, সেটি লুকাননি কোচ তিতে। “আমাদের একটা অবস্থান আছে, কিন্তু এখনই তা প্রকাশ করছি না। একুয়েডরের বিপক্ষে ভালো খেলা ও জয়ের দায়বদ্ধতা আছে আমাদের। এই ফিফা ম্যাচগুলির পর চিত্র পরিষ্কার হতে চলেছে।” কোপা আমেরিকার ১০৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দুই দেশের যৌথ আয়োজনে হওয়ার কথা ছিল এবারের আসর।

কিন্তু কলম্বিয়ায় সরকারবিরোধী আন্দোলন এবং আর্জেন্টিনায় করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় দেশ দুটি থেকে টুর্নামেন্টটি সরিয়ে নেওয়া হয়। গত সোমবার ব্রাজিলকে আয়োজক হিসেবে ঘোষণা করে দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো মহাদেশীয় টুর্নামেন্টটি হতে যাচ্ছে ব্রাজিলে। কিন্তু সেখানেও করোনাভাইরাস পরিস্থিতি ভালো নয়। সরকারি হিসাব মতে, বৃহস্পতিবার দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৩৯১ জন, মারা গেছে এক হাজার ৬৮২ জন।

এ পর্যন্ত ব্রাজিলে এই ভাইরাসে প্রাণ গেছে চার লাখ ৬৫ হাজারের বেশি মানুষের। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় তারা দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে শীর্ষে এবং বিশ্বে দ্বিতীয়। কোপার ফাইনালের ভেন্যু হিসেবে ঘোষিত বিখ্যাত মারাকানা স্টেডিয়ামের বাইরে ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে, ‘কোপা আমেরিকা নয়, করোনাভাইরাসের টিকা চাই’।

বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের পরের ম্যাচে প্যরাগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল। এরপর জানা যাবে কোপা নিয়ে তাদের ভাবনা। বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল ও ভেনেজুয়েলার ম্যাচ দিয়ে আগামী ১৩ জুন শুরু হওয়ার কথা কোপা আমেরিকার এবারের আসর।

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.