রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৮:১২ am
ডেস্ক রির্পোট : বগুড়ার সারিয়াকান্দিতে দীঘলকান্দি প্রেমযমুনা ঘাটের কাছে ছাগল চড়াতে যেতেন এক নারী। এ সময় কৃষক জাহাঙ্গীরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন জাহাঙ্গীর। এতে ওই নারী ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এ ঘটনায় ওই নারীর মামলায় পুলিশ জাহাঙ্গীর আলম (৩০) নামে এক কৃষককে গ্রেফতার করেছে। ওই নারী শুক্রবার সন্ধ্যায় সারিয়াকান্দি থানায় তার বিরুদ্ধে মামলা করেন।
সারিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) লাল মিয়া জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর ধর্ষণের কথা স্বীকার করেছেন। শনিবার ওই নারীর ডাক্তারি পরীক্ষা ও আসামিকে আদালতে পাঠানো হবে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কৃষক জাহাঙ্গীর আলম সারিয়াকান্দি উপজেলার মধ্য দীঘলকান্দি গ্রামের জালা প্রামাণিকের ছেলে। প্রায় ছয় মাস আগে ওই নারী দীঘলকান্দি প্রেমযমুনা ঘাটের কাছে ছাগল চড়াতে যেতেন। এ সময় কৃষক জাহাঙ্গীর তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করেন। এতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বর্তমানে তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা।
এদিকে জাহাঙ্গীর বিয়ে করতে রাজি না হওয়ায় ওই নারী শুক্রবার সন্ধ্যায় সারিয়াকান্দি থানায় তার বিরুদ্ধে মামলা করেন। এরপর পুলিশ বাড়ি থেকে জাহাঙ্গীরকে গ্রেফতার করে। সূত্র : যুগান্তর