বুধবা, ১১ িসেম্র ২০২৪, সময় : ০৪:৩০ am
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে আদালতে সাজাপ্রাপ্ত আসামী পোল্ট্রি মুরগি ব্যবসায়ী দুলাল হোসাইন (৩৫) সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এরআগে বুধবার দিনগত রাতে ও বৃহস্পতিবার সকালে তানোর উপজেলায় পৃথক তিন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিআর এন আই এ্যাক্টের ১৩৮ নম্বর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী তানোর পৌরশহরের জিওল গ্রামের বাসিন্দা জিলহাজের পুত্র দুলাল হোসাইন (৩৫), সিআর ৯১৮ নম্বর মামলার পলাতক আসামী সদরের তানোর পাড়া এলাকার জোব্দুল মিঞার ছেলে হাবিব (৪৫) ও জিওল-চাঁদপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মোস্তাকিন (২৪)। এদের মধ্যে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোস্তাকিনকে এক দশমিক বিশ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান। ওসি বলেন, বৃহস্পতিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদেও রাজশাহী কারাগারে পাঠানো হয়েছে। আজকের তানোর