রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ০৯:২১ am
ডেস্ক রির্পোট : এক সময় বিশ্বের দরিদ্রতম ১০টি দেশের অন্যতম বাংলাদেশ আজ বিশ্বের ৪১তম বৃহৎ অর্থনীতির দেশ। ব্রিটেনের অর্থনৈতিক সংস্থা সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্স-সিইবিআর-এর মতে, অর্থনৈতিক বিকাশ অব্যাহত থাকলে ২০৩৫ সাল নাগাদ বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ। বাংলাদেশের উন্নয়নের অপ্রতিরোধ্য গতি আজ বিশ্বের কাছে বিস্ময়ের বিস্ময়।
মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর জাতীয় অনুষ্ঠানে বিশ্বনেতারা এই অগ্রযাত্রার যে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বাজেট বক্তৃতায় সেগুলোও তুলে ধরেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। তিনি বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্য, অর্থনৈতিক উন্নতিতে বাংলাদেশ এখন বড় উদাহরণ। ফলে দেশটি অনেক সুযোগ-সুবিধা পাবে বলে তিনি আশাবাদী।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বাংলাদেশ বিশ্বকে তার সামর্থ্য দেখিয়ে চলেছে। এখন কেবল সামনে এগিয়ে যেতে হবে। আর দেরি করা যাবে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, বাংলাদেশ বিশ্বের একটি দ্রুত উন্নয়নশীল অর্থনীতির দেশ। ভবিষ্যতে বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য ব্রিটেন পাশে থাকবে।
চীনের প্রেসিডেন্ট সি ঝিং পিং বলেছেন, বঙ্গবন্ধু তার সমগ্র জীবন নিজের দেশ ও মানুষের জন্য উৎসর্গ করে গেছেন। তাই আজও বাংলাদেশের জনগণের কাছে তিনি এত প্রিয়। তার সোনার বাংলার স্বপ্ন এখনো বাংলাদেশের বিকাশে ১৬ কোটি মানুষকে উদ্দীপ্ত করে।
বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রাণশক্তি হিসাবে অভিহিত করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।
এছাড়াও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানসহ বিশ্বনেতারা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা নিয়ে যে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তা বাজেট বক্তৃতায় তুলে ধরেছেন অর্থমন্ত্রী। সূত্র : যুগান্তর