শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১০:৩২ pm
নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলার বৃহৎ চৌবাড়িয়া হাটটি এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে নওগাঁ জেলা প্রশাসন। বুধবার দুপুরে জেলা প্রশাসনের জরুরী বৈঠকের পর মান্দা উপজেলা প্রশাসন এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারী করে।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম বলেন, নওগাঁ জেলার পার্শ্ববতী চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলায় করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকহারে বেড়ে গেছে। এর প্রভাব পড়েছে জেলার নিয়ামতপুর উপজেলায়। এ অবস্থায় সীমান্তবর্তী চৌবাড়িয়া হাটটি জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুয়ায়ী এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
ইউএনও আরও বলেন, এ নির্দেশনা চলাকালিন চৌবাড়িয়া হাটের ধান-গরু হাটসহ সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শুধুমাত্র কাঁচাবাজার. ওষুধের দোকানসহ নিত্যপ্রয়োজনীয় দোকানপাট সকাল ৭ টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত উন্মুক্তস্থানে স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করা যাবে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরারও পরামর্শ প্রদান করেন তিনি। আজকের তানোর