শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১২:২০ am
রংপুর প্রতিনিধি : রংপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী পরিচয়ে প্রতারণা, ভুয়া নিয়োগ বাণিজ্য ও পুলিশ পরিচয়সহ নানা অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে আন্তঃজেলা প্রতারক নুরে আলম রিপনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার একটি বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়।
রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান। গ্রেফতারকৃত নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পূর্ব দলরাম গ্রামের বদির উদ্দিনের ছেলে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মো. ফারুক আহমেদ জানান, গ্রেফতারকৃত নুরে আলম রিপন বিভিন্ন সময় নিজেকে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে রংপুর মহানগরীসহ বিভিন্ন জেলার মানুষের সাথে সরকারি চাকরি দেয়ার কথা বলে বিপুল পরিমাণের অর্থ আত্মসাৎ করে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় নানা ধরনের প্রতারণার অভিযোগ আছে।
তিনি জানান, নুরে আলম দীর্ঘদিন থেকে ভুয়া নিয়োগ বাণিজ্য ও ভুয়া পুলিশ পরিচয়সহ নানা অভিনব কায়দায় প্রতারণা করে সাধারণ মানুষকে ঠকিয়ে বিভিন্ন কৌশলে অর্থ আত্মসাৎ করে আসছে। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আজকের তানোর