বৃহস্পতিবর, ০৫ িসেম্র ২০২৪, সময় : ০১:২০ am

সংবাদ শিরোনাম ::
দুয়েক দিনের মধ্যে সুখবর আসছে : জামায়াত আমির মোহনপুরে মামলার বাদিকে অপহরণের অভিযোগ ভারত-বাংলাদেশ সীমান্তে বিপুল পরিমান অতিরিক্ত বিএসএফ মোতায়েন বিএনপির নেতৃত্বে শিশ মোহাম্মদের ভাতিজা হযরত মাস্টারকে দেখতে চাই তৃণমুল রাজশাহীতে পুলিশের অভিযানে ২০ জন গ্রেপ্তার বিভাগীয় কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ জামায়াত নেতৃবৃন্দের জাতীয় সাংবাদিক সংস্থা’র তানোরে নতুন কমিটি গঠন ও অফিস উদ্বোধন তানোরে আলুখেতে সেচ প্রদানে বাধা বিপাকে চাষি ভারতীয় সহকারী হাইকমিশন ঘিরে বাড়তি সতর্কতা নিয়েছে পুলিশ আট দফা দাবিতে রাজশাহীর ডিসিকে ক্যাবের স্মারকলিপি পতাকায় আগুন দিয়ে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সব আসামি খালাস মোহনপুরে বিএনপির আনন্দ মিছিল নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ২৪ জন গ্রেপ্তার মাদক বাণিজ্যে কোটিপতি আর সেবনে সংসারছাড়া মানুষ সরকার পতন আন্দোলনে পুলিশের ক্ষতিপূরণের কোনও উদ্যোগ নেই নগরীতে কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় জগিং ট্র্যাকের উদ্বোধন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন বাংলাদেশে হিন্দুরা ভালো নেই, ভারতের সংসদ সদস্য অভিনেত্রী কঙ্গনা বাগমারায় ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদন্ড
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ড. মশিউর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ড. মশিউর

গাজীপুর প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। সোমবার (৩১ মে) গাজীপুরে মূল ক্যাম্পাসে যোগদানের মধ্যদিয়ে নতুন দায়িত্বভার গ্রহণ করেন তিনি।  এ সময় তাৎক্ষণিক বক্তব্যে উপাচার্য বিদ্যমান করোনা পরিস্থিতিতেও শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার নির্দেশ দেন।

উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন সামনে রেখে আমাদের পথ চলতে হবে। বর্তমান সময়ে আমরা কঠিন চ্যালেঞ্জের মধ্যদিয়ে যাচ্ছি। এই কঠিন সময়েও বাংলাদেশ অর্থনীতির দিক থেকে অনেক শক্তিশালী পর্যায়ে রয়েছে। এমন পরিস্থিতিতে আমাদের শিক্ষার্থীদের বিষয়ে ভাবতে হবে। তারা পরীক্ষা দিতে চায়। ক্লাস রুমে যেতে চায়। পড়াশোনা চালিয়ে যেতে চায়। তাদের  আমলে নিয়ে আমাদের শিক্ষা-কার্যক্রম চালিয়ে যেতে হবে।’

উপাচার্য আরও বলেন, ‘সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ এই বিশ্ববিদ্যালয়কে যে উচ্চতায় রেখে গেছেন, সেটিতে বর্তমান সরকার ইতিবাচক দৃষ্টিতে দেখছে। আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাবো।  এরই ধারাবাহিকতায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দিয়েছেন, সেটিকে গুরুদায়িত্ব মনে করে শিক্ষার আধুনিকায়ন ও দেশ গড়ার অগ্রসরমান চিন্তা নিয়েই কর্মক্ষেত্রে মনোনিবেশ করতে হবে। আমাদের মূল জায়গা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ। এই ভিতের ওপর দাঁড়িয়ে আমাদের কাজ করতে হবে।’

নতুন উপাচার্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে গতিশীল কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক সদস্যকে ডিজিটাল ইকুইপমেন্ট ব্যবহারে সিদ্ধহস্ত হতে হবে। আধুনিক ও বাস্তবতানির্ভর শিক্ষাপ্রশাসন পরিচালনায় নিজেকে যুগোপযোগী করে তৈরির কোনও বিকল্প নেই।’

দায়িত্ব গ্রহণের পর উপাচার্য ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।  এ সময় উপাচার্যের সঙ্গে বিভিন্ন অনুষদের ডিন,  বিভিন্ন দফতরের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা উপস্থিত ছিলেন। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.