রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ১২:৪১ pm

সংবাদ শিরোনাম ::
বদলে যাচ্ছে পুলিশ, স্থায়ী রূপ পাচ্ছে ‘পুলিশ কমিশন’ হাসিনার কথিত অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী ১০ জন গ্রেফতার দেশের ক্রিকেট, ব্যর্থ বোর্ডের ব্যর্থ দল : লেখক, গুঞ্জন রহমান জানুয়ারি থেকে স্মার্টকার্ডে মিলবে টিসিবির পণ্য প্রান্তিক কৃষকদের সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে : তারেক জিয়া নগরীতে বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা তানোরে শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি আইয়ুব সম্পাদক হাবিব নির্বাচিত নাচোলে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত নগরীতে পুলিশের অভিযানে ১৩ জন গ্রেপ্তার নাচোলে কলেজ ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে আটকের দাবি স্বজনদের রাজধানীতে কঠোর অভিযানের পরও বেপরোয়া অপরাধীরা মেঘনা নদীর পারে মানুষ বিক্রিতে ওরা কোটিপতি নির্বাচিত সংসদ ছাড়া করা যায় না সংবিধান পরিবর্তন : গয়েশ্বর সকল ধর্মের মানুষ মিলে সুন্দর দেশ গড়তে চাই : সেনাপ্রধান কৃষক-বিজ্ঞানী সম্মেলনে মালয়েশিয়ায় স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী নূর মোহাম্মদ ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল হবে : আসিফ নজরুল দুর্গাপুরে ‘অরবিট কোচিং’ সেন্টারে এসএসসি প্রস্তুতি ক্লাসের উদ্বোধন কীর্তিমান আব্দুর রাজ্জাকের বীরত্ব আজও মনে পড়ে মুক্তিযোদ্ধাদের জেনেভা বিমানবন্দরে হেনস্তার শিকার আসিফ নজরুল রাজশাহীতে পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার
সাকিব-মুশফিক-রিয়াদ অধিনায়ক, না শুধু তামিমের!

সাকিব-মুশফিক-রিয়াদ অধিনায়ক, না শুধু তামিমের!

ক্রীড়া ডেস্ক : করোনার মহামারি না থাকলে হয়ত এখন রাজধানী ঢাকা তথা দেশের ক্রিকটাঙ্গনে সাজসাজ রব পড়ে যেত। কারণ রাত পোহালেই প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু। যার সাথে সম্পৃক্ত দেশের ২০০’র বেশি ক্রিকেটার, অর্ধ্ব-শতাধিক কোচ, কোচিং স্টাফ আর প্রায় সমপরিমাণ সাপোর্টিং স্টাফ।

কিন্তু করোনার কারণে কিছুটা হলেও হইচই কম। তারপরও ঢাকার ক্রিকেট পাড়া মোটামুটি সরব। আগামীকাল ৩১ মে সোমবার সকালেই পর্দা উঠবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের।

সবার জানা টি টোয়েন্টি ফরম্যাটে প্রতিদিন ৩ মাঠে ৬টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। তার মানে একদিনেই সব দলের একটি করে খেলা অনুষ্ঠিত হয়ে যাবে। অর্থাৎ সোমবার উদ্বোধনী দিনেই মাঠে নেমে পড়বে সব দল।

ক্রিকেট অনুরাগি, ভক্ত-সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষায়, প্রিয় দল কখন মাঠে নামবে? প্রিয় পারফরমার কেমন পারফরম করেন তা দেখতে।

সবার আগে দেখার কোন দলের অধিনায়ক কে? জাগো নিউজের পাঠকরা এরই মধ্যে জেনে গেছেন মাশরাফি বির মর্তুজা প্রথম থেকে খেলছেন এবারের লিগে। কিন্তু তিনি নেতৃত্বে থাকছেন না। তার দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়কত্ব করবেন নুরুল হাসান সোহান। সোহান নিজেই জাগো নিউজকে জানিয়েছেন এ তথ্য।

এখন প্রশ্ন হলো ‘পঞ্চ পান্ডবের’ বাকি ৪ সদস্য সাকিব, তামিম, মুশফিক ও রিয়াদ কী অধিনায়কত্ব করবেন? এই চার শীর্ষ তারকা কে কোন দলের অধিনায়ক?

জানতে আগ্রহীর সংখ্যা প্রচুর। সেই উৎসাহী ভক্ত ও সমর্থকদের জন্য খবর, সাকিব মোহামেডানের অধিনায়ক। আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিম। মাহমুদউল্লাহ রিয়াদ অধিনায়ক হলেন গ্রাজী গ্রুপ ক্রিকেটার্সের।

স্বাভাবিকভাবেই ধারণা করা হয়েছিল তামিম ইকবালও প্রাইম ব্যাংকের অধিনায়কত্ব করবেন; কিন্তু ভিতরের খবর অন্য। যতটুকু জানা গেছে, তামিম হয়ত আনুষ্ঠানিকভাবে অধিনায়কত্বও নাও করতে পারেন।

প্রাইম ব্যাংক কোচ সারোয়ার ইমরানের কাছে দলের অধিনায়কের নাম জানতে চাওয়া হলে প্রথমে বলেন তামিমের নাম। পরে আস্তে আস্তে জানান, ‘নাহ! তামিম তো আছেই। সেতো দলের সিনিয়র মোস্ট ক্রিকেটার এবং দলের এক নম্বর ক্রিকেটার। টিমের মূল স্তম্ভ। মাঠে দল পরিচালনা, বোলার ব্যবহার ও ফিল্ডিং পরিচালনা মোটামুটি তামিমই করবে। তবে এমনও হতে পারে টসটা করবে এনামুল হক বিজয়।’

কোচ সারোয়ার ইমরানের এমন মন্তব্যর পর কী মনে হয়? তামিমই সব কিছু করবেন। তবে অধিনায়কের তকমাটা থাকবে এনামুল হক বিজয়ের গায়ে। টস করতে হয়ত বিজয়কেই দেখা যাবে।

এ ব্যাপারে তামিমের ভাবনা কী? তামিম কী চান? সত্যিই জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের মত অতি সমৃদ্ধ ও শক্তিশালী দলের ক্যাপ্টেন্সি করবেন না? তামিমের কাছে এ প্রশ্ন রাখা হলে দেশসেরা ওপেনার জাগো নিউজকে সরাসরি হ্যাঁ বা না কিছুই বলেননি।

‘আমিই ক্যাপ্টেন, মাঠে আমার নেতৃত্বেই প্রাইম ব্যাংক খেলবে। আমিই দল পরিচালনা করবো। টস থেকে শুরু করে মাঠে দল পরিচালনার সব আনুষ্ঠানিক সব দায় দায়িত্বও আমি পালন করবো’- এমন কথাও বলেননি তামিম। আবার ‘আমি ক্যাপ্টেন্সি করবো না। অমুক ক্যাপ্টেন’- এমন কথাও বের হয়নি তামিমের মুখ থেকে।

প্রাইম ব্যাংকের অধিনায়ক নিয়ে আজ পড়ন্ত বিকেলে জাগো নিউজের সাথে মুঠোফোন আলাপে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খান পরিবারের বর্তমান প্রজন্মের কনিষ্ঠতম সদস্য তামিম ইকবাল খান বোঝানোর চেষ্টা করেন, অধিনায়ক নিয়ে তিনি মিডিয়ায় খোলামেলা কথা বলতে ইচ্ছুক নন। দল পরিচালনা নিয়ে তার সাথে হেড কোচ সারোয়ার ইমরানের কথা হয়েছে। তিনি কোচকেই তার মনের ইচ্ছে, লক্ষ্য ও পরিকল্পনার কথা জানিয়ে দিয়েছেন।

তামিম বলেন, ‘আমি প্রাইম ব্যাংকের ক্যাপ্টেন্সি করবো কি করবো না, তা নিয়ে কোচ ইমরান স্যারের সাথে কথা হয়েছে। আমি আমার চিন্তা-ভাবনা ও মত তাকে জানিয়ে দিয়েছি। শুধু কোচের সাথেই এ ব্যাপারে আমার খোলামেলা কথা-বার্তা হয়েছে।’

তামিমের এমন বক্তব্যই বলে দেয়, তিনি আসলে হয়ত টি-টোয়েন্টি ফরম্যাটে ক্যাপ্টেন্সি করতে ইচ্ছুক নন। হয়ত আগামীকাল তার বদলে গাজী গ্রুপের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদরে সঙ্গে প্রাইম ব্যাংকের হয়ে টস করতে মাঠে নামবেন এনামুল হক বিজয়।

তবে দল পরিচালনা করুন আর নাই করুন, মাঠে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছেন তামিম। এ জন্য সবার দোয়াও চেয়েছেন দেশের এ অন্যতম সেরা উইলোবাজ। সূত্র : জাগোনিউজ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.