শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১১:৩৬ pm
নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় চার বছর বয়সী শিশু ফারহানা আক্তারকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। আহত ফারহানাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়নের দক্ষিণ পারইল গ্রামে এ ঘটনা ঘটে। আহত ফারহানা ওই গ্রামের ফরিদ উদ্দিনের মেয়ে। ঘটনায় অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে (৩২) আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ। আটক জাহাঙ্গীর দক্ষিণ পারইল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয়রা জানান, অভিযুক্ত জাহাঙ্গীর আলম শিশু ফারহানার মাকে বিভিন্নভাবে কুপ্রস্তাবসহ ধর্ষণের চেষ্টা চালিয়ে আসছিল। বিষয়টি এলাকায় জানাজানি হলে শনিবার বিকেলে উভয় পরিবারের মাঝে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এসময় জাহাঙ্গীর আলম তাদের দেখে নেওয়ারও হুমকি দেন।
শিশুটির বাবা ফরিদ উদ্দিন জানান, রোববার বেলা ১১টার দিকে স্ত্রী ফরিদা বিবি মেয়ে ফারহানাকে নিয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে ছাগল চরাতে যান। এ সময় জাহাঙ্গীর আলম ধারালো ছুরি নিয়ে সেখানে উপস্থিত হয়ে স্ত্রী ফরিদা বিবিকে হত্যার চেষ্টা করেন। বিষয়টি আঁচ করতে পেরে তিনি পালিয়ে যাবার চেষ্টা করলে মেয়ে ফারহানাকে ছুরি দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে জাহাঙ্গীর।
তিনি আরও জানান, তাদের চিৎকারে লোকজন এগিয়ে এলে অভিযুক্ত জাহাঙ্গীর আলম পালিয়ে নিজ বাড়িতে আশ্রয় নেন। পরে স্থানীয় লোকজন ওই বাড়িটি ঘিরে রেখে পুলিশে সংবাদ দেন। এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে জাহাঙ্গীর আলমকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। আজকের তানোর