শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৭:৩৮ am
নিজস্ব প্রতিবেদক, বাঘা :
রাজশাহীর বাঘায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২৯ মে) সকাল ১০টায় বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে এই খেলার উদ্বোধন করা হয়।
আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ন সাধারণ সম্পাদক নছিম উদ্দিন, উপজেলা আ’লীগের সদস্য মাসুদ রানা তিলু, বাঘা পৌর মেয়র আব্দুর রাজ্জাক, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবাল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল আযম, মেরাজুল ইসলাম মেরাজ, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম রফিক, শফিকুল ইসলাম শফিক, রবিউল ইসলাম রবি, ওসি তদন্ত মোয়াজ্জেম হোসেন, উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি আনোয়ার হোসেন মিল্টন,বাঘা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ। উপজেলায় দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন এই খেলায় অংশগ্রহণ করবে।
উদ্বোধনী খেলায় আড়ানী পৌরসভাকে ১ শুন্য গোলে পরাজিত করে বাউসা ইউনিয়ন পরিষদ। পরে বাজুবাঘা ইউনিয়নকে ১ শুন্য গোলে পরাজিত করে গড়গড়ি ইউনিয়ন পরিষদ। আগামী ৩১ মে টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আজকের তানোর