শনিবর, ১৪ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৪:০৩ am
বিশ্বজিৎ চৌধুরী, তানোর :
রাজশাহীর তানোর পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে আরব আলী তার মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি অত্র ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক। পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী তিনি। ওই ওয়ার্ডের ভদ্রখন্ড মহল্লায় বাড়ি তার।
আজ (১৩ জানুয়ারী) বুধবার সকালে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতোর কার্যালয়ে এ মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রস্তাবকারী আকতারুজামান ও সমর্থনকারী আজিবুল্লাহ সরকার।
এছাড়া তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন, তানোর পৌর কৃষকলীগের সভাপতি ইনতাজ আলী মোল্লা, ওয়ার্ড কৃষক লীগ নেতা আলম, জামিলুর রহমান ও সিদ্দিক এবং ছাত্রলীগ নেতা আলামিন প্রমুখ।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এই পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারী। আর বাছাই করা হবে ১৯ জানুয়ারী। তবে, প্রার্থীতা প্রত্যাহার করা যাবে ২৬ জানুয়ারী। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৪ই ফেব্রুয়ারী। আজকের তানোর