শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১২:৫০ pm
আন্তর্জাতিক ডেস্ক : ভারত সরকারের নতুন ডিজিটাল আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বের জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটার। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ উদ্যোগ জানানো হয়। বুধবার থেকেই ভারতে চালু হয়েছে রাষ্ট্রীয় ডিজিটাল আইন। সেই আইনের আওতায় ডিজিটাল বার্তার উৎসস্থল জানাতে হবে ফেসবুক, টুইটার ও হোয়াটসঅ্যাপকে।
বৃহস্পতিবার টুইটার এক বিবৃতির মাধ্যমে প্রতিক্রিয়া জানাল। তারা ভারতের বাকস্বাধীনতায় নিয়ে উদ্বেগ প্রকাশ করে। টুইটার তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, ভারতের এই ডিজিটাল আইন ফ্রিডম অব এক্সপ্রেশন বা বাকস্বাধীনতার হস্তক্ষেপের শামিল।
ভারত সরকার যা বলছে
এ বিষয়ে ভারত সরকারও অনঢ়। বিজেপি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কোনও বিষয়ে এলোপাথাড়ি মন্তব্য না করে টুইটার বিনাপ্রশ্নে বরং এখানকার নিয়মটি মেনে নিক। ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র এই দেশে বহু শতাব্দী ধরে মুক্তচিন্তা ও বাকস্বাধীনতার গৌরবান্বিত ঐতিহ্য বিরাজ করছে। তা নিয়ে টুইটারের প্রশ্ন না তোলাই ভাল।
তাদের দাবি, ভারতের ডিজিটাল আইন মেনে নেওয়ার প্রশ্নে টুইটার যেসব প্রশ্ন তুলে দিয়েছে তা ভারতের মতো একটি দেশের ঐতিহ্য ও নীতির প্রতি অনাস্থা জ্ঞাপনেরও সামিল।
নরেন্দ্র মোদির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আইনকানুন নির্ধারণ করা যে কোনও দেশের একান্ত নিজস্ব অধিকার এবং সামান্য এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হয়ে টুইটারের কোনও অধিকারই নেই, সেই আইন নিয়ে কোনও নির্দেশিকার ইঙ্গিতমাত্র করা। সূত্র : যুগান্তর।