বুধবা, ১১ িসেম্র ২০২৪, সময় : ০৮:২০ am
সিরাজগঞ্জ প্রতিনিধি : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক খন্দকার তাহিরা হাসান কাজল (৫৩) মারা গেছেন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অধ্যাপক খন্দকার তাহিরা হাসান কাজল রাজবাড়ী জেলা সদর পৌর এলাকার সজ্জনকান্দা মহল্লার প্রফেসর আজাদ হাসানের স্ত্রী ও একই এলাকার অ্যাডভোকেট খন্দকার আবুল বাশারের মেয়ে। তিনি স্বামী, ২ ছেলে, ১ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শাহজাদপুর সরকারি কলেজের শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে শাহজাদপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন জানান, তিনি বেশ কিছুদিন হলো ঠাণ্ডাজনিত রোগে ভুগছিলেন। তার অবস্থার চরম অবনতি হলে এক সপ্তাহ আগে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন থাকাবস্থায় তিনি মারা যান।