শনিবর, ১৪ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৩:৩৩ am
ডেস্ক রির্পোট : দীর্ঘ প্রচেষ্টার পর ইন্দোনেশিয়ার জাভা সাগর থেকে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা গেছে। সাগরে তল্লাশি চালিয়ে দক্ষ ডুবরি দল মঙ্গলবার (১২ জানুয়ারি) এটি উদ্ধার করতে সক্ষম হয়। ফ্লাইট ডাটা রেকর্ড ঘেটেই জানা যাবে ২৬ বছরের পুরনো বোয়িং ৭৩৭-৫০০ বিমানের কি পরিণতি হয়েছিল।
টেলিভিশনের দৃশ্যে দেখা গেছে, উদ্ধারকৃত ব্ল্যাক বক্সটি জার্কাতা বন্দরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এটি জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটির কাছে হস্তান্তর করা হবে। তদন্তের দায়িত্ব এই কমিটিকে দেওয়া হয়েছে। দুটি ব্ল্যাক বক্সের মধ্যে এটি একটি, অন্যটি ককপিট ভয়েস রেকর্ডার।
৭৩৭-৫০০ বিমানটি ১০ হাজার ফুট উচ্চতা থেকে এক মিনিটের কম সময়ের ব্যবধানে ৩ হাজার ফুট নিচে নেমে যাওয়ার বিষয়টি বেরিয়ে আসবে।
সূত্র : এফএনএস। আজকের তানোর