শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১০:০৪ pm
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের ত্রাণ তহবিলে কোভিড-১৯ সুরক্ষা সামগ্রী হিসেবে ১০ হাজার মাস্ক প্রদান করেছে গ্রাম উন্নয়ন কর্ম (গাক)। রবিবার দুপুরে নগর ভবনে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের হাতে মাস্ক তুলে দেন গাক এর নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। মাস্ক প্রদানের পর এক সংক্ষিপ্ত মতবনিমিয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাজশাহীতে চক্ষু হাসপাতাল নির্মাণে রাসিক মেয়রের সহযোগিতা কামনা করেন সংস্থাটির কর্মকর্তাবৃন্দ। এ সময় মেয়র মহোদয় রাজশাহীর জনগণের স্বার্থে এ ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় গাক এর সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম, উপদেষ্টা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, পরিচালক (সোস্যাল) মোঃ রাশেদুল ইসলাম, পরিচালক (আইসিটি-রিস্ক ম্যানেজমেন্ট) মোঃ রায়হানুস সাদাস, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম শরীফ উদ্দিন, সচিব মোঃ মশিউর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম. আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ উপস্থিত ছিলেন। আজকের তানোর