শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৪:০০ am
ক্রীড়া ডেস্ক : শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকার দুই কিংবদন্তি ক্রিকেটারকে ছাড়িয়ে যাওয়ার পথে তামিম ইকবাল। বাংলাদেশ ওয়ানডে দলের এই অধিনায়ক রোববার শ্রীলংকার বিপক্ষে মিরপুর শেরেবাংলায় শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আর মাত্র ৮৯ রান করলেই দুই কিংবদন্তি ক্রিকেটারকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় চলে যাবেন।
ক্রিকেটের তিন ফরম্যাটে ৩৬০ ম্যাচে অংশ নিয়ে ১৪ হাজার ৩৬ রান করেন শ্রীলংকান সাবেক তারকা ক্রিকেটার মারভান আতাপাত্তু।
২৮৬ ম্যাচে অংশ নিয়ে ৩৪টি সেঞ্চুরির সাহায্যে ১৪ হাজার ৮৭ রান করেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার গ্যারি কার্স্টেন। ক্রিকেট থেকে অবসরে কোচিং পেশায় জড়িয়ে আছেন সাবেক এ তারকা ক্রিকেটার।
বাংলাদেশ সেরা ওপেনার তামিম ইকবাল টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৩৫৫ ম্যাচে অংশ নিয়ে দেশের হয়ে সর্বোচ্চ ২৩টি সেঞ্চুরির সাহায্যে ১৩ হাজার ৯৯৮ রান সংগ্রহ করেছেন। আর মাত্র ৮৯ রান করলেই আতাপাত্তু ও গ্যারি কার্স্টেনকে ছাড়িয়ে যাবেন তামিম। সূত্র : যুগান্তর।