শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৫৭ am
ক্রীড়া ডেস্ক : গত বছরের নভেম্বরে বিশ্বের কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান গত শতাব্দির অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার আর্জেন্টাইন সুপারস্টার দিয়াগো আর্মান্দো ম্যারাডোনা। ফুটবলের এই মহাতারকার প্রয়াণের এক বছর হতে না হতেই তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করলেন তার দুই মেয়ে গেইনইন্না ও জানা।
মার্চের শুরুতেই ম্যারাডোনার মৃত্যু নিয়ে প্রশ্ন তোলেন তার দুই মেয়ে। তাদের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে ৭ জনের বিরুদ্ধে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে আনন্দবাজার বলছে, ম্যারাডোনাকে পরিকল্পনা মাফিক খুন করার অভিযোগ এনেছে তার দুই কন্যা।
অভিযুক্তদের তালিকায় আছেন স্নায়ু ও শল্যচিকিৎসক লিয়োপল্ডো লুক, ম্যারাডোনার মনোরোগ বিশেষজ্ঞ অগাস্টিনো কোসাশভ এবং মনোবিজ্ঞানী কার্লোস ডিয়াজ। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ৮ থেকে ২৫ বছরের জন্য কারাদণ্ড হতে পারে। ইতোমধ্যে অভিযুক্তদের দেশ ছাড়তে নিষেধ করেছেন আদালত।
গত বছর ২৫ নভেম্বর মারা যান ম্যারাডোনা। ডাক্তাররা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েই প্রাণ হারান তিনি। তবে ম্যারাডোনার মৃত্যুর তদন্ত শুরু হয়। সেই তদন্তেই জানা যায়, চিকিৎসায় গাফিলতি ছিল বলেই ম্যারাডোনার মৃত্যু ত্বরান্বিত হয়েছে। ম্যারাডোনার ২ মেয়ের অভিযোগ, মস্তিষ্কে অস্ত্রোপচারের পরপরই তাদের বাবার শরীর আরও খারাপ হয়। সূত্র : যুগান্তর।