শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৩০ am
আন্তর্জাতিক ডেস্ক :
প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় টকটে’র প্রভাবে ভারতে নিহতের সংখ্যা বেড়ে ৯১ এ দাঁড়িয়েছে। ঝড়ের প্রভাবে সাগরে ডুবে যাওয়া একটি বার্জের ২৬ ক্রু-র মরদেহ উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। এখনও নিখোঁজ ৪৯ জন। তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
এছাড়া আরেকটি বার্জের ৩৫ ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে। গুজরাটে ঘূর্ণিঝড়ে টকটের কারণে ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাজ্য কর্তৃপক্ষ। তাদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে ভবন বা দেয়াল ধসে।
গুজরাটে ঘূর্ণিঝড়ের তা-বে উপড়ে গেছে হাজারো গাছ ও বৈদ্যুতিক খুটি। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬ হাজারের বেশি ঘরবাড়ি।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাগরে আটকা পরা ৬শ’রও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। সোমবার ভারতের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় কয়েকটি রাজ্যে তা-ব চালায় ঘূর্ণিঝড় টকটে। সূত্র : এফএনএস