রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৯:১০ pm

সংবাদ শিরোনাম ::
রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল
পাবনা মানসিক হাসপাতালে নোবেল!

পাবনা মানসিক হাসপাতালে নোবেল!

বিনোদন ডেস্ক : পাবনার ঐতিহাসিক মানসিক হাসপাতালে গেছেন সমালোচিত সংগীতিশিল্পী নোবেল। সঙ্গে রয়েছেন তার স্ত্রীও। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে একটি ভিডিও প্রকাশ করেছেন নোবেল।

ভিডিওতে দেখা গেছে, মানসিক হাসপাতালের চেম্বারে অবস্থান করছেন নোবেল। পাশেই তার স্ত্রী রয়েছেন। চেম্বারের পাশেই গ্রিলের ওপাশে বেশ কয়েকজন মানসিক রোগীর সঙ্গে সাক্ষৎ করেন নোবেল। তাদেরকে জাতীয় সংগীত গেয়ে শোনাচ্ছেন তিনি।গ্রিলের ওপারের বাসিন্দারাও নোবেলে সঙ্গে সুর মেলাচ্ছেন।

ভিডিও ক্যাপশনে নোবেল লিখেছেন, নোবেল ম্যানের ‘জাতীয় সঙ্গীত’ পরিবেশনা। মানসিক হাসপাতাল, পাবনা, বাংলাদেশ।  এরপর একটি লাভচিহ্ন। তবে পাবনার এই মানসিক হাসপাতালে হঠাৎ কেন গেলেন নোবেল সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। নেটিজেনদের অনেকের ধারণা, খাম খেয়ালিপনায় মেতে থাকা এই কণ্ঠশিল্পী মানসিক হাসপাতাল পরিদর্শনে গিয়েছেন।

তবে অনেকের বিশ্বাস, পুলিশের পরামর্শে পাবানায় চিকিৎসার জন্য গিয়েছেন নোবেল।  তার চোখের চশমা, কাঁধে ঝোলানো ব্যাগ আর সঙ্গে স্ত্রী দেখে এটাই স্পষ্ট। সাম্প্রতিক সময়ে ফেসবুকে নানা নেতিবাচক, কুরুচিপূর্ণ মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন এই শিল্পী। তিনি মাদকাসক্ত বা মানসিক জটিলতায় ভুগছেন বলে মন্তব্য করে অনেকেই তাকে পাবনা মানসিক হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন।

মানসিক জটিলতা থেকে উত্তরণের লক্ষ্যে হয়ত নোবেলে এই পাবনা সফর। এ বিষয়ে জানতে নোবেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে ফোন করা হলে কল রিসিভ করেননি তিনি। এর আগে গতকাল  দিনভর পুলিশের সাইবার ইউনিটের মুখোমুখি ছিলেন নোবেল।

ফেসবুকে অনবরত উল্টোপাল্টা স্ট্যাটাস দেওয়ার জন্য তাকে ডেকেছিল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইম ডিভিশন।  সেখানে সকল দায় স্বীকার করেন একটি পোস্ট দিয়ে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন নোবেল।

প্রসঙ্গত, ২০১৯ সালে ভারতের জি বাংলা টেলিভিশনের রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-তে অংশ নিয়ে আলোচনায় আসেন মাঈনুল ইসলাম নোবেল। কিন্তু গানে মনযোগী হওয়ার চেয়ে বিতর্কের জন্ম দিতেই ভালোবেসেছেন তিনি। প্রথম থেকেই একের পর এক বির্তক সৃষ্টি করে নেটদুনিয়ায় হাসির পাত্রে পরিণত হয়েছেন। সূত্র : যুগান্তর। 

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.