শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৭:১৯ pm
নিজস্ব প্রতিবেদক, বাগমারা :
বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি গ্রামের এক প্রভাবশালীর বিরুদ্ধে আউচপাড়া ইউনিয়নের বইকুরী গ্রামে চলাচলের রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় এলাকার লোকজন ভোগান্তির শিকার হচ্ছে। প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।
এলাকাবাসীর পক্ষে দানগাছি গ্রামের জসিম উদ্দিনের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, যুগ যুগ ধরে দানগাছি গ্রামের লোকজন অভ্যন্তরীণ রাস্তা দিয়ে চলাচল করে আসছিলেন। ওই পথ দিয়ে মালামাল নিয়েও চলাচল করেন পাড়ার লোকজন।
গত ১০ মে প্রভাবশালী আতর আলী তার লোকজন নিয়ে রাতারাতি চলাচলের পথ বন্ধ করে সেখানে ইটের প্রাচীর নির্মাণ করেন। এসময় পাড়ার লোকজন স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বাধা প্রদান করলে তারা বিষয়টি সমাধানের আশ্বাস দেন।
তবে কোনো সমাধান না করে আতর আলী অতিরিক্ত শ্রমিক নিয়োগ করে দ্রুত প্রাচীর নির্মাণ শেষ করেন। লোকজনেরা বাধা প্রদান করলে তাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, লিখিত অভিযোগটি এখনো দেখেননি। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। আজকের তানোর