শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৩:১২ am
ক্রীড়া ডেস্ক : প্রচণ্ড গরমের মধ্যেই অনুশীলন শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল দলের। তীব্র গরমে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই ঘণ্টার মতো ঘাম ঝরিয়েছেন জামাল ভূঁইয়ারা। তবে ঢাকার এমন কন্ডিশনে অনুশীলন করার মধ্যেও ইতিবাচকতা খুঁজে নিচ্ছেন ফুটবলাররা। বিশেষ করে এই অনুশীলন কাজে লাগবে কাতারের মতো উষ্ণ প্রধান দেশে। যেখানে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
কাতারের কন্ডিশন বিবেচ্য বিষয় বলেই সোমবার শিষ্যদের নিয়ে একটানা অনুশীলন করে গেছেন জেমি ডে। জাতীয় দলের দুই ফুটবলার মাহবুবুর রহমান সুফিল ও মানিক হোসেন মোল্লাও মনে করছেন, এই গরম অনুশীলনের জন্য আদর্শ।
ফরোয়ার্ড সুফিল অনুশীলন নিয়ে বলেছেন, ‘আমি মনে করি এই গরমে অনুশীলন করলে আমাদের জন্য ভালো হবে, উপকৃত হবো আমরাই। কেননা কাতারে আরও বেশি গরম হবে, ওখানে বাতাসটা গরম বেশি থাকে। এ কারণে মনে হচ্ছে, এখানে এই আবহাওয়ায় অনুশীলনটা কাজে দেবে।’
তীব্র গরমেও ইয়ো ইয়ো টেস্টে ভালো করছেন তারা। টার্গেট পূরণ হওয়ায় কোচও সন্তুষ্ট বলে জানালেন বসুন্ধরা কিংসের এই ফুটবলার, ‘ক্যাম্পে যোগ দিয়ে সবাই খুশি। সবাই ফিট আছে, কঠোর অনুশীলন হচ্ছে। তিনি (জেমি ডে) আজ একটা লক্ষ্য দিয়েছিলেন- ইয়ো ইয়ো টেস্টে ২৫ এর বেশি পেতে হবে। এটা হলেই কোচ খুশি হয়। আমরা পেরেছি।’
গরম নিয়ে একই প্রতিক্রিয়া ডিফেন্সিভ মিডফিল্ডার মানিক হোসেন মোল্লারও। সে জন্য চট্টগ্রাম আবাহনীর এই মিডফিল্ডার চাইছেন বাছাইপর্বের ম্যাচের আগের নিজেদের ভালোভাবে প্রস্তুত করে নিতে, ‘কাতারে অনেক গরম। এখন আমাদের দেশেও একই অবস্থা। সে জন্য এখানে এই গরমে অনুশীলন করতে পারলে কাতারে গিয়ে মানিয়ে নিতে আমাদের জন্য সুবিধা হবে।’
নিজেদের ফিটনেস নিয়ে এই তরুণ ফুটবলারের উপলব্ধি, ‘গড়পড়তা সবার ফিটনেস ভালো অবস্থায় আছে। আমাদের হাতে সময় আছে। যদি আরও ভালো অনুশীলন করি। তাহলে আমরা বিশ্বকাপ বাছাইয়ে ভালো করবো।’ সূত্র : বাংলাট্রিবিউন। আজকের তানোর