শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০২:৩৩ pm

সংবাদ শিরোনাম ::
মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ
অবশেষে বাঘার সেই দাপুটে নাসির গ্রেপ্তার

অবশেষে বাঘার সেই দাপুটে নাসির গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার দিঘা গ্রামের আফসারের বাড়ি সংলগ্ন মার্কেটের ঘর ভাড়া নিয়ে এনজিওর ব্যবসা শুরু করেন একই এলাকার নাসির উদ্দীন। সেই ব্যবসার আড়ালে শুরু করেন দাদন ব্যবসাসহ আইনবিরোধী অনৈতিক কর্মকান্ড।

তার অনৈতিক অসামজিক কার্যকলাপ, মারধর, হুমকি প্রদর্শনসহ নিজ বাড়িতে প্রবেশে বাঁধা দেওয়ার অভিযোগ নিয়ে একাধিকবার রাজশাহীর বাঘা থানায় গিয়েছিলেন আফসার আলী। পুলিশ ব্যবস্থা না নেওয়ায় গত ৩ মে রাজশাহীর জেলা আদালতে বাড়িতে হামলা, লুটতরাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা করেছেন আফসার আলী। সেই অভিযোগ আমলে নিয়ে এজাহারভূক্ত করার জন্য থানাকে নির্দেশ দিয়েছেন আদালত।

গত রোববার (১৬ মে )থানায় মামলা দায়ের করা হয়েছে। (মামলা নং-৭ )। এ মামলায় ওইদিনই নিজ বাড়ি থেকে নাসিরকে গ্রেফতার করেছে পুলিশ। সে একই উপজেলার দীঘা দাবিয়াতলা গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে।

আদালতে অভিযোগ করা হয়েছে, গত ২০ এপ্রিল, বেলা ১০টা নাগাদ ভাড়াটিয়া নাসির উদ্দীন ও তার সমর্থিত লোকজন, হাসুয়া, ফালা, হাতুড়ি, চাইনিচ কুড়াল, রামদা, ছোরা নিয়ে বাড়িতে হামলা করে। তারা ঘরের তালা ভেঙ্গে চেয়ার টেবিল, কম্পিউটার, ল্যাপটপ, আসবাবপত্রসহ মূল্যবান কাগজপত্র, আড়াইভরি ওজনের সোনার গহনা, দেয়ালে সেট করা মনিটর ও খাটের তোষকের নীচে থাকা নগদ ৮০ হাজার টাকা নিয়ে যায়। এছাড়াও ঘরে থাকা জিনিসপত্র ভাংচুর করে ক্ষতি সাধন করে। সেখানে লোকজন জড়ো হলে তারা মালিক আফসারসহ উপস্থিত লোকজনকে ভীতি প্রদর্শন করে চলে যায়।

আফসার আলী জানান, কয়েক মাস আগে বাড়ি সংলগ্ন মার্কেটের ৩টি রুম নাসিরকে ভাড়া দিয়ে ঢাকায় এক কোম্পানীতে চাকরিতে যাই। এনজিও ব্যবসা পরিচালনার জন্য পরে আরো ২টি রুম ভাড়া নেন নাসির। কিন্তু সেই ব্যবসার আড়ালে দাদন ব্যবসাসহ আইনবিরোধী অনৈতিক কর্মকান্ড শুরু করেন।

২২ ফেব্রুয়ারি’২০২১ কর্মস্থল ঢাকা থেকে বাড়িতে আসার পর, তার অনৈতিক কাজগুলো চোখে পড়ে। তাকে ভাড়া নেওয়া ঘরগুলো ছেড়ে দিতে বলে। এতে নাসির উদ্দীন ক্ষিপ্ত হয়ে, ওইদিন রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আমাকে হুমকি দেয় ও মারপিট করে। এ সময় তার তৈরিকৃত দলিলে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার চেষ্টা করে। স্বাক্ষর না দেওয়ায়, অস্ত্রের ভয় দেখিয়ে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয়। মুঠোফোনে বড় ভাইকে জানানোর পর পাশের লোকজন ও বাজারের নাইট গার্ডদের সহযোগিতায় আমাকে উদ্ধার করে।

২৪ ফেব্রুয়ারি’২০২১ আমাকে টানা হেচড়া করে নাসির উদ্দীনের পারসোনাল রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মেয়ে-জামাতা বাঁধা দিতে গেলে, তাদের হাতুড়ি ও লোহার রড নিয়ে মারতে উদ্যোত হয়। এমনকি মেয়ের নামে সম্মানহানিকর মন্তব্য’ করে। তার ভয়ে নিজের বাড়িতে উঠতে না পেরে কখনো ভাইয়ের বাড়ি কখনো মায়ের আশ্রয়ে গিয়ে থাকা শুরু করি।

গত ২৫ফেব্রুয়ারি’২০২১ এসব বিষয়ে থানায় লিখিত অভিযোগ করি। গত ০১ মার্চ’২০২১ অভিযোগ তদন্তে ঘটনাস্থলে আসেন থানার এসআই আবু তাহের। এ সময় ওই এসআই সহ উপস্থিত লোকজনের সামনে আমাকে আক্রমণ করে নাসির উদ্দিন। আমাকে রক্ষা করতে গিয়ে আহত হয় আমার বৃদ্ধ মা। এসআই আবু তাহেরের সহযোগিতায় মাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করাই। পরে অভিযোগ নিয়ে থানায় যায়।

আইনগত ব্যবস্থা গ্রহন না করায়, গত ০২ মার্চ’২০২১ থানার অফিসার ইনচার্জ (ওসি) এর কাছে সমস্ত বিষয়াদি বিষয়ে মৌখিকভাবে অভিযোগ করি। পরে তার পরামর্শে ঘটনা সম্বলিত লিখিত আরো একটি অভিযোগ করি। এর পরেও আইনগত কোন সহায়তা পাইনি।

মার্চ মাসের ৭ তারিখ রাত সাড়ে ৭টায় মার্কেটের সামনে দেখা হয় নাসিরের সাথে। সে মুখ ফিরিয়ে নিয়ে ভাড়া নেওয়া কার্যালয়ের ভেতর থেকে লোহার রড ও ধারালো ছোঁরা নিয়ে আমাকে আক্রমন করে। আত্নচিৎকারে বাজারের লোকজন গিয়ে রক্ষা করেন। ঘটনার প্রেক্ষিতে স্থানীয়রা নাসিরকে ভাড়া নেওয়া কক্ষে অবরুদ্ধ করে ট্রিপল নাইনে কল দেয়। পরে পুলিশ যায় সেখানে। স্থানীয়ভাবে সমঝোতার আশ^াসে ফিরে আসে পুৃলিশ। পওে ঘরগুলো তালা বদ্ধ করে চলে যায় নাসির। গত ১১ মাচ’২০২১ স্থানীয় পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে সমাধানের কথা থাকলেও নাসিরের অনুপস্থিতির কারণে কোন সমাধান হয়নি ।

সর্বশেষ ২০ এপ্রিল লোকজন নিয়ে সেই ভাড়াটিয়া বাড়িতে হামলা করে নাসির। ওই বাড়িতে হামলায় নাসিরের সাথে যুক্ত ছিল ১০ ব্যক্তি। এ ঘটনার পর অভিযোগ নিয়ে ফের বাঘা থানায় গিয়েছিলেন আফসার আলী। এ বারও পুলিশ মামলা রেকর্ড না করে আদালতে যাওযার পরামর্শ দেয়। বাধ্য হয়ে আদালতের শরানপর্ন হয়েছেন।

বাউসা ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান জানান, সমাঝোতা করতে না পেরে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছি। অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, অভিযোগ আমলে মামলা দায়েরের পর, নাসিরকে গ্রেপ্তার কওে আদালতে সোপর্দ করা হযেছে। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.