শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৩:০৬ am

সংবাদ শিরোনাম ::
মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ
হকি লিগ মাঠে ফেরাতে প্রধানমন্ত্রীর কোটি টাকা

হকি লিগ মাঠে ফেরাতে প্রধানমন্ত্রীর কোটি টাকা

ক্রীড়া ডেস্ক : ঢাকা প্রিমিয়ার হকি লিগ সর্বশেষ হয়েছিল ২০১৮ সালে। কিন্তু সে বছর ৭ জুন মোহামেডান-মেরিনার্স ম্যাচে গোলমালের সূত্র ধরে লিগটা আর শেষই হয়নি। প্রায় ৫ মাস পর ২০১৮ সালের ৩০ অক্টোবর মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণা করে হকি ফেডারেশন।

২০১৯ সালে লিগ হয়নি। গত বছর করোনায় লিগ হওয়ার প্রশ্নই আসে না। স্বাভাবিক সময়েই হকি লিগ হয় না, করোনায় হবে সেটা দুরাশা। তাই করোনার মধ্যে অন্য সব খেলা মাঠে ফিরলেও ঘরোয়া হকি রয়েছে বাক্সবন্দীই।

তবে ফেডারেশন কিছু আর্থিক অনুদান দিলে লিগ খেলার আগ্রহ প্রকাশ করে কয়েকটি ক্লাব। ক্লাবগুলোকে আর্থিক অনুদান দিতে ফেডারেশন সভাপতি বিমানবাহিনী প্রধান চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত সহায়তা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রধানমন্ত্রী নিরাশ করেননি হকিকে। লিগ আয়োজনে ফেডারেশনকে এক কোটি টাকা দেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। সেই কোটি টাকা ঈদ ছুটি শুরুর ঠিক আগে পেয়েছে হকি ফেডারেশন।

বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আজ প্রথম আলোকে দিলেন সেই খবর, ‘মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া কোটি টাকার চেক আমরা পেয়েছি। এই টাকা হকির পথচলায় অনেক বড় অবদান রাখবে। আমরা খুব খুশি। ক্লাবগুলোকে কিছু অনুদান দিয়ে হলেও যদি লিগটা শুরু করা যায়, সেই চেষ্টাই করছি। আমরা চাইছি ক্লাবগুলো মাঠে আসুক। আশা করছি, শিগগিরই প্রিমিয়ার লিগটা মাঠে নামাতে পারব।’

তবে পুরো এক কোটি টাকাই ক্লাবগুলোকে দেওয়া হবে নাকি একটা বড় অংশ দেওয়া হবে, তা ঠিক হয়নি। কথা ছিল ঈদের পরপরই ১২টি প্রিমিয়ার লিগের ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনায় বসবেন ফেডারেশন সভাপতি। কিন্তু ফেডারেশন সভাপতি বর্তমানে ওয়াশিংটনে আছেন। ২৯ মে তাঁর ঢাকায় ফেরার কথা। সভাপতি ফিরলে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

এমনিতেই নানা অজুহাতে ক্লাবগুলো লিগ খেলতে চায় না। আর্থিক সংকেট কথা বলে তারা পিছিয়ে যায়। ফেডারেশনও নিতে পারে না কঠিন কোনো অবস্থান। ক্লাব খেলতে চাইলে তবেই খেলা মাঠে গড়ায়। এটাই ঘরোয়া হকির নিয়তি হয়ে দাঁড়িয়েছে। উপরন্তু হকি ফেডারেশনের ভেতরে একটা পক্ষ লিগ আয়োজনে তেমন আগ্রহী নয় বলে জানা গেছে। ফলে ঘরোয়া হকি যে তিমিরে ছিল সেখানেই রয়ে গেছে।

ক্যাসিনো–কাণ্ডের পর থেকে আত্মগোপনে আছেন বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচিত সাধারণ সম্পাদক মমিনুল হক ওরফে সাঈদ। অনেক দিন অনুপস্থিতির কারণে গত বছর আগস্টে তাঁকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেয় হকি ফেডারেশন। কিন্তু সেই অব্যাহতির বিরুদ্ধে মমিনুল হক আদালতে গিয়েছেন। তাঁর সমর্থকেরা লিগ মাঠে নামানোর ব্যাপারে তেমন আগ্রহী নয় বলে ফেডারেশন সূত্রের খবর।

ঘরোয়া হকি বাক্সবন্দী হলেও ফেডারেশন চোখ রাখছিল ঢাকায় অনুষ্ঠেয় দুটি আন্তর্জাতিক টুর্নামেন্টের দিকে। একটি অনূর্ধ্ব-২১ জুনিয়র এশিয়া কাপ, অন্যটি চ্যাম্পিয়নস ট্রফি। দুটি টুর্নামেন্টই গত বছর হওয়ার কথা ছিল। কিন্তু করোনায় দুটি টুর্নামেন্ট বারবার পেছাচ্ছে।

জুনিয়র এশিয়া কাপ সর্বশেষ ১ থেকে ১০ জুলাই হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের অনুমতি না মেলায় অনির্দিষ্টকাল পিছিয়ে গেছে। এশিয়ার শীর্ষ ৬ দেশের (বাংলাদেশ শীর্ষ ৬ দলে নেই। স্বাগতিক হিসেবে সুযোগ পেয়েছে এই টুর্নামেন্টে)। চ্যাম্পিয়নস ট্রফির নতুন তারিখ ১ থেকে ৯ অক্টোবর। হকি ফেডারেশন আশাবাদী দুটি টুর্নামেন্টই এ বছর ঢাকায় হবে। দুটি টুর্নামেন্টেরই স্বত্ব কেনা রয়েছে বাংলাদেশের।

তবে আপাতত আন্তর্জাতিক আয়োজন একপাশে রেখে হকি খেলোয়াড়েরা তাকিয়ে আছেন লিগের দিকে। জাতীয় দলের খেলোয়াড় পুস্কর খীসার দাবি, ‘মাননীয় প্রধানমন্ত্রী হকিকে এক কোটি টাকা দিয়েছেন, এটা হকির জন্য অনেক বড় সুখবর। এখন ফেডারেশন ও ক্লাব দুই পক্ষেরই এগিয়ে আসা উচিত। ৩ বছর ধরে লিগ নেই। ফলে বিভিন্ন বাহিনীর খেলোয়াড়ের বাইরে থাকা বিপুলসংখ্যক খেলোয়াড় চরম আর্থিক সংকটে আছে। তাই যত দ্রুত সম্ভব লিগ শুরু করা হোক।’ সূত্র : প্রথমআলো। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.