মঙ্গবার, ১৭ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৫:২৯ pm
আকতার হোসেন, নিজস্ব প্রবিদেক :
আগামী ১৪ই ফেব্রুয়ারী রাজশাহীর তানোর পৌর নির্বাচন ঘিরে আওয়ামী লীগের ৯ জন মেয়রপ্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেন। পরে দাখিলের শেষ দিন গত (১০ জানুয়ারী) ঢাকাস্থ ধানমন্ডি দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন।
এরা হলেন, তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হক, রাজশাহী মহানগর আওয়ামী লীগ বোয়ালিয়া থানা পশ্চিমের সিনিয়ন সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাসার সুজন, তানোর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রতাপ সরকার, পৌর যুবলীগের সাবেক সভাপতি ইকবাল মোল্লা, বর্তমান সভাপতি রাজিব সরকার হিরো, সাধারণ সম্পাদক ওহাব সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়র হোসেন, রবিন সরকার ও সাধারণ সম্পাদক মূদুল কুমার ঘোষ।
আগামী ১৩ জানুয়ারী মনোনয়ন বোর্ডের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার মনোনীত ব্যক্তির হাতে নৌকা প্রতীক তুলে দিবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী পরিবারের সন্তান তানোর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ওহাব সরদার। এনিয়ে তিনি জানান, মনোনয়নপত্র উত্তোলন করে জমা দেয়া হয়েছে। বাকিটা মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত।
তবে, তিনি আশাবাদী কারণ আওয়ামী লীগের হাইকমান্ড ও স্থানীয় সাংসদের প্রতি তার আস্থা রয়েছে। এরপরও তিনি ছাড়া নৌকার বিজয়ের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার সম্মান রক্ষায় কাজ করবো ইনশাআল্লাহ।