শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৩১ pm

সংবাদ শিরোনাম ::
মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ
বাহাদুর-সুন্দরী হাতির রোমাঞ্চকর ফুটবল যুদ্ধ : জিতলো কে?

বাহাদুর-সুন্দরী হাতির রোমাঞ্চকর ফুটবল যুদ্ধ : জিতলো কে?

ডেস্ক রির্পোট : সুন্দরী ও রাজা বাহাদুর প্রস্তুত। চলছে টান টান উত্তেজনা। পাঁচ কিকের টাইব্রেকারে নির্বাচিত হবে বিজয়ী। মাঠে নেমেই হালকা শারীরিক কসরত। নিজেদের রাজসিক চেহারা দিয়ে জাহির করার প্রচেষ্টা। দুজনেই জয়ী হওয়ার বিষয়ে আশাবাদী- তাদের চলাফেরার মাধ্যমে তা প্রকাশের প্রচেষ্টা। ফুটবল খেলতে শুরু করেছে জাতীয় চিড়িয়াখানার হাতিরা।

এমনকি তারা টাইব্রেকার শুট আউটেও বেশ অভিজ্ঞ হয়ে উঠেছে। চিড়িয়াখানার দুই হাতি রাজা বাহাদুর ও সুন্দরী এখন মাঝে মাঝেই ফুটবল খেলায় মেতে উঠছে। এমনই এক টান টান উত্তেজনার ম্যাচের খবর জানাচ্ছেন যমুনা টিভির শওকত মঞ্জুর শান্ত। ক্যামেরায় ছিলেন পার্থ রায় ও রেজওয়ান বাধন।

ইতোমধ্যে প্রস্তুত রেফারি। হয়ে গেল টস। টসে জিতে সুন্দরীর প্রথম টসেই বাজিমাত। এবার রাজা বাহাদুরের পালা। কিন্তু প্রথম শটেই বল চলে গেল গোলবারের বাইরে। সুন্দরী ১-০ গোলে এগিয়ে।

এবার ফের সুন্দরীর পালা। আবারও গোল। জেতার পাল্লা ভারি হয়ে গেল সুন্দরীর। কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারছে রাজা বাহাদুর, দ্বিতীয় বলও গোলবারের বাইরে। ফলে সুন্দরী ২-০ গোলে এগিয়ে।

তৃতীয় বলেও বাজিমাত সুন্দরীর। ডান পায়ের সজোরে কিকে গোল পেল সে। টানা তিন গোল করে জয় নিশ্চিত জয়ের দিকে সুন্দরী। কিন্তু রাজা বাহাদুর এবার গোল করে জানান দিল হারতে চায় না সে। তৃতীয় বলে গোল পেল সে। স্কোর টেবিলে দেখা গেল- সুন্দরী- ৩, রাজা বাহাদুর- ১। দুই গোলে এগিয়ে সুন্দরী।

চতুর্থ বলে সুন্দরীর দিকভ্রান্ত শট। বল চলে গেল গোলবারের বাইরে। কিন্তু রাজা বাহাদুরের শট অন টার্গেট। দ্বিতীয় গোল পেল রাজা। গোলের ব্যবধান কমে গেল তার। স্কোর বোর্ডে- সুন্দরী- ৩, রাজা বাহাদুর- ২। মাত্র এক গোলে এগিয়ে সুন্দরী।

আর মাত্র একটি করে শট বাকি। কে জিতবে এই খেলায়। কে পাবে ১০০ কলার ট্রফি। দর্শক গ্যালারিতে টান টান উত্তেজনা। চুলচেরা বিশ্লেষণ। ইতোমধ্যে শেষ শটের জন্য প্রস্তুত সুন্দরী। হেলে দুলে সুন্দরীর শেষ শট। গোওওওল, কিন্তু না, বল চলে গেল গোলবারের পাশ দিয়ে। পারল না সুন্দরী। সুন্দরীর দর্শকদের মধ্যে হতাশা।

এদিকে রেফারির বাঁশিতে রাজসিকভাবে এগিয়ে আসছে রাজা বাহাদুর। উত্তেজনায় পিনপতন নিস্তব্ধতা। কী করবে রাজা। এবার কিছুটা সময় নিয়ে রাজা বাহাদুরের মাপা শট এবং গোল। রাজার দর্শকদের মধ্যে উল্লাস। পাঁচ শটের টাইব্রেকারে ৩-৩ গোলে সমতায় ফিরল রাজা বাহাদুর।

খেলায় ড্র হওয়ায় এবার সাডেন ডেথ। পিনপতন নিস্তব্ধতা দর্শক সারিতে। রেফারির বাঁশি। এগিয়ে গেল সুন্দরী। দেখেশুনে শট, কিন্তু একটুর জন্য মিস করে ফেলল সুন্দরী। বল চলে গেল মাঠের বাইরে। আর কিছুর করার নেই। হতাশ সুন্দরী সমর্থকরা।

এদিকে রাজা বাহাদুরের সামনে সুবর্ণ সুযোগ। রাজসিক ভঙ্গিতে এগিয়ে গেল রাজা। হেলে দুলে এসে ডান পায়ে ভর করে বা পায়ে জোরালো শট। বল চলে যাচ্ছে বারের বাইরে কিন্তু না, বারে লেগে বল চলে গেল কাঙ্ক্ষিত লক্ষ্যে এবং গোল। নিজের নামের প্রতি অবিচার করেনি সে। সাডেন ডেথে জিতে গেল রাজা। বৃংহিত ধ্বনীতে ফেটে পড়ে রাজা বাহাদুর। উল্লাসে ফেটে পড়ল রাজার সমর্থকরা। ১০০ কলার ট্রফিটা একবারেই সাবার করে দিল রাজা।

টার টান উত্তেজনার এ খেলায় দিন শেষে জিতে গেছে রাজা বাহাদুর, হেরে গেল সুন্দরী। কিন্তু দিন শেষে পুরো খেলায় জিতে গেছে জাতীয় চিরিয়াখানা কর্তৃপক্ষ। তাদের যে পরিকল্পনা তা সফল হতে যাচ্ছে। তারা তাদের এ নতুন পরিকল্পনার মাধ্যমে দর্শকদের আনন্দ দিতে চাচ্ছে। আর তার জন্য অপেক্ষা করতে লকডাউনের শেষ সময় পর্যন্ত।

শুধু ফুটবল নয়, সুন্দরী ও রাজা বাহাদুরকে ক্রিকেটেও পারদর্শী করে দর্শকদের আনন্দে নতুন মাত্রা যোগ করার পরিকল্পনাও করেছে জাতীয় চিরিয়াখানা। এমনটাই জানিয়েছে জাতীয় চিরিয়াখানা কর্তৃপক্ষ।

আর এ জন্য সবার অপেক্ষায় থাকতে হবে এ দেশ, এ বিশ্ব করোনামুক্ত হওয়া পর্যন্ত। সব স্বাভাবিক হলে আবার নতুন নতুন খেলা ও আনন্দ নিয়ে হাজির হবে জাতীয় চিরিয়াখানা। সূত্র : যুগান্তর। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.