শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০১:১১ am
ডেস্ক রির্পোট : সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে একদিন আগেই ঈদুল-ফিতর উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মে) শহরের চারুবাবুর মোড় এলাকার ‘পার্টি সেন্টার’ নামক একটি কমিউনিটি সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
হাফেজ মোহাম্মদ সাইফুল্লার ইমামতিতে ঈদের জামাত শুরু হয় সকাল সাড়ে সাতটায়। এই নামাজে অংশ নেন শহরের প্রায় ২শ’ থেকে ২শ’ ৫০ জন জন মুসল্লি।
এদিকে সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে দিনাজপুরের সদর, চিরিরবন্দর, পার্বতীপুর, বিরামপুর ও কাহারোল উপজেলার কিছু এলাকায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে প্রায় ২ হাজার পরিবার। এসব পরিবারের মুসল্লিরা বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করেছে।
জেলার চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ও রাবার ড্যাম এলাকা, কাহারোল উপজেলার জয়নন্দ ও গড়েয়া বাজার, বিরামপুর এবং পার্বতীপুর উপজেলায় এসব ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আজকের তানোর