শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৩৫ am

সংবাদ শিরোনাম ::
মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ
বার্সাকে টপকে শিরোপা লড়াই জমিয়ে রাখলো রিয়াল

বার্সাকে টপকে শিরোপা লড়াই জমিয়ে রাখলো রিয়াল

ক্রীড়া ডেস্ক : পয়েন্টের ব্যবধান চারে উঠে যাওয়ায় চাপ তৈরি হয়েছিল রিয়াল মাদ্রিদের ওপর। তাছাড়া যাদের মাঠে খেলা, সেই গ্রানাদা দুই রাউন্ড আগে বার্সেলোনাকে হারিয়ে এসেছিল ন্যু ক্যাম্পে। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে হিসাবের কঠিন সমীকরণে মোটেও স্বস্তিতে ছিল না রিয়াল। তবে সব চাপ উড়িয়ে স্বস্তির জয় নিয়ে ফিরেছে লস ব্লাঙ্কোস। গ্রানাদাকে তাদেরই মাঠে উড়িয়ে দিয়েছে ৪-১ গোলে।

লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনাকে তো টপকে গেছেই, একই সঙ্গে রিয়াল চাপ তৈরি করেছে শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের ওপর। ৩৬ ম্যাচে রিয়ালের পয়েন্ট এখন ৭৮। সমান ম্যাচে ২ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে আতলেতিকো। বার্সেলোনা ৭৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে। গ্রানাদার মাঠ থেকে লস ব্লাঙ্কোস জিতে ফেরায় লিগ শিরোপার লড়াই হয়ে উঠলো আরও জমজমাট। শেষ দু্ই রাউন্ডের ফলের ওপর নির্ভর করছে মাদ্রিদের কোন অংশে যাচ্ছে এবারের লা লিগা ট্রফি।

রিয়াল চাপ তৈরি করলেও এখনও সুবিধাজনক জায়গায় আতলেতিকোই। শেষ দুই ম্যাচ জিতলেই শিরোপা তাদের। তবে পয়েন্ট হারালে পাল্টে যেতে পারে দৃশ্যপট। তখন রিয়ালের ঘরে উঠতে পারে লিগ ট্রফি। তাছাড়া মুখোমুখি লড়াইয়ে রিয়ালের এগিয়ে থাকার বিষয়টি তো আছেই। শেষ দুই ম্যাচে যাই হোক, আপাতত গ্রানাদা থেকে কাজ সম্পন্ন করে এসেছে জিনেদিন জিদানের দল।

বৃহস্পতিবার রাতের ম্যাচে শুরু থেকে আক্রমণ চালিয়েছে রিয়াল। বেশ কয়েকবার সুযোগ নষ্টের পর ১৭ মিনিটে আচমকা গোল পেয়ে যায় সফরকারীরা। লুকা মদরিচের লক্ষ্যভেদে লিড পায় মাদ্রিদের অভিজাতরা। দ্বিতীয়ার্ধেই ব্যবধান দ্বিগুণ করে নেয় তারা যোগ করা সময়ে রোদ্রিগো জাল খুঁজে পেলে।

তবে আশঙ্কার মেঘ ঠিকই জন্মেছিল রিয়াল ভক্তদের মনে। কারণ এবারের রাউন্ডের ম্যাচে লেভান্তের বিপক্ষে বার্সেলোনা প্রথমার্ধে ২ গোলের লিড নেওয়ার পরও ড্র করে পয়েন্ট হারিয়েছে। আতলেতিকোও ২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার পর অস্বস্তির মুখে পড়েছিল, যদিও বার্সার মতো অবস্থা হয়নি তাদের। রিয়ালকেও কিন্তু পড়তে হয়েছিল চাপের মুখে, যখন ৭১ মিনিটে হোর্হে মোলিনা গোল করে গ্রানাদাকে খেলায় ফেরার পথ তৈরি করে দিয়েছিলেন।

যদিও দুশ্চিন্তার মেঘ স্থায়ী হয়েছে মোটে কিছু সময়। কেননা দুই মিনিটে ২ গোল করে ম্যাচ নিজেদের করে নেয় রিয়াল। ৭৫ মিনিটে আলভারো ওদ্রিয়োসোলার গোলের পর ৭৬ মিনিটে জাল খুঁজে পান করিম বেনজেমা। ফলে স্বস্তির ৩ পয়েন্ট নিয়ে বার্সাকে টপকে আবারও টেবিলের দ্বিতীয় স্থানে বসেছে রিয়াল। একই সঙ্গে শীর্ষে থাকা আতলেতিকোর ওপর বাড়িয়েছে চাপ। সূত্র : বাংলাট্রিবিউন।

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.