জি-৫ এর পক্ষ থেকে টুইট করে বিষয়টি জানানো হয়। জানানো হয়, অ্যাপসটি ঠিক করার প্রচেষ্টা চলছে। তবে এর পাশাপাশি দর্শকদের এতো ভালবাসার জন্য ধন্যবাদও জানায় জি-৫ কর্তৃপক্ষ। এর দীর্ঘক্ষণ পরে ফের ঠিক হয় জি-৫।
জি প্লেক্সে আবার আলাদা পেমেন্ট দিয়ে ছবিতে দেখা যাবে। তবে ইতিমধ্যেই রেকর্ডসংখ্যক দর্শক ওয়েব প্ল্যাটফর্মটিতে সিনেমাটি দেখেও ফেলেছেন।
জানা গেছে, একসঙ্গে ১.২৫ মিলিয়নেরও বেশি মানুষ বৃহস্পতিবার লগ ইন করায় জি-৫-এর সার্ভার ক্রাশ করে। -এর পক্ষ থেকেও টুইট করে বিষয়টি জানানো হয়।
সিনেমা হলে মুক্তি না পাওয়ায় বক্স অফিসে এক পয়সাও লাভের মুখ দেখবে না রাধে। এ নিয়ে কঠিন যুক্তিও দিয়েছেন সালমান খান।
তিনি বলেন, সিনেমাটি মুক্তি দিচ্ছি একমাত্র ভক্তদের কথা ভেবে। আমি চাই না আমার ছবি দেখতে তারা সিনেমা হলে আসুক। কেউ যেন বলতে না পারে যে সালমান খানের ভক্তকে করোনাভাইরাস ধরেছে। আমি খুব খুশি যে আমাদের সঙ্গে জি-৫-ও লোকসান গুনতে রাজি হয়েছে। সুত্রঃ যুগান্তর