শুক্রবার, ২০ েপ্টেম্বর ২০২৪, সময় : ০১:২৭ am

সংবাদ শিরোনাম ::
ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিখোঁজের সাতবছর পর ছেলেকে ফিরে পেলেন উচ্ছ্বসিত মা তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিকের সাবেক কাউন্সিলর মনসুরের মুক্তির দাবিতে মানববন্ধন সেই রুবেল আরও ৭ দিনের রিমান্ডে সিলেবাস সংক্ষিতের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সমাবেশ পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত : দুধরচকী রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার সংকটে বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ বাগমারায় অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব : আসিফ মাহমুদ একদিনের জন্য শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী আসছেন আজ বাংলাদেশ ও ভারত ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক
অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে চিত্রনায়িকা বর্ষা

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে চিত্রনায়িকা বর্ষা

ক্রীড়া ডেস্ক : সদ্য বন্ধ হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ দিল্লী ক্যাপিটাল দলের হেড কোচ হিসাবে দায়িত্ব পালন করছিলেন অস্ট্রেলিয়ার প্রখ্যাত ক্রিকেটার রিকি পন্টিং। ভারত জুড়ে কোভিড-১৯ ভাইরাসের দ্বিতীয় সংক্রমনের ভয়াবহতার কারণে আইপিএলের এবারের আয়োজন মাজপথেই বন্ধ হয়ে যায়। ফলে ভারতে অবস্থান করা বিদেশী  ক্রিকেটারদের দেশে ফেরা ছাড়া কোনো কাজ ছিল না।

ভারতীয় ক্রিকেট বোর্ড ও ফ্র্যাঞ্চাইজিগুলোর নিজস্ব ব্যবস্থায় অনেকে দেশে ফিরে গেলেও বাধ সাধে অস্ট্রেলিয়ার সরকার। দেশটি ভারতীয় এবং ভারতে অবস্থান করা যে কোনো দেশের নাগরিকদের অস্ট্রেলিয়ায় ঢোকা আপাতত বন্ধ করে দিয়েছে। এর ফলে ভারতে অবস্থান করা অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা নিজ দেশে ফিরতে পারছেন না। এদের মধ্যে রয়েছেন রিকি পন্টিংও। এদিকে ভারতে থাকাও নিরাপদ মনে করছেন না এই ক্রিকেটার। তাই কোয়ারেন্টিন সময় পার করার জন্য পাড়ি জমালেন দ্বীপ রাষ্ট্র মালদ্বীপে। সেখানে শেরাটন মালদ্বীপ ফুল মুন রিসোর্টে আপাতত আবাস গেড়েছেন তিনি।

একই রিসোর্টে ঈদের অবকাশ যাপনের জন্য অবস্থান করছেন চিত্রনায়ক অনন্ত-বর্ষা দম্পতিও। তাদের দুই সন্তানকে নিয়ে ১২ মে মালদ্বীপ গিয়েছেন এই তারকা দম্পতি। সেখানেই এক সকালে বর্ষার দেখা হয়ে যায় রিকি পন্টিংয়ের সঙ্গে। পরিচয় পর্ব শেষে কথাও হয় দুজনার মধ্যে। এরপর ছবি তোলা।

এ প্রসঙ্গে বর্ষা বলেন, ‘ঈদের ছুটি কাটানোর কথা ছিল দুবাইয়ে। ঈদের পরদিনই আমাদের ফ্লাইট ছিল। কিন্তু আরব-আমিরাতে বাংলাদেশীদের প্রবেশে আপাতত নিষেধাজ্ঞা দেয়ার কারণে ছুটি কাটাতে মালদ্বীপ এসেছি। এখানেই একই রিসোর্টে থাকছেন রিকি পন্টিং। তার সঙ্গে পরিচিত হলাম। খুবই অমায়িক মানুষ তিনি।  স্পষ্ট ধারনা না থাকলেও বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে কিছুটা জানেন তিনি। আমরাও জানিয়েছি, বাংলাদেশেও এখন বিশ্বমানের ছবি তৈরি হচ্ছে।  আমাদের ছবি দেখার আমন্ত্রনও জানিয়েছি তাকে।’

বর্ষা আরও জানিয়েছেন, ছুটি কাটিয়ে আগামী ১৮ মে দেশে ফিরবেন তারা।

প্রসঙ্গত, ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত ‘দিন: দ্য ডে’ ছবির কাজ শেষ করে বর্তমানে তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত ‘নেত্রী : দ্য লিডার’ ছবিতে অভিনয় করছেন বর্ষা।

গত মার্চে ভারতের হায়দারবাদে রামুজি ফিল্ম সিটিতে ছবিটির টানা শুটিং করেছেন তিনি। এ ছবিতে দক্ষিণ ভারতীয় অভিনেতা তরুণ অরোরা, কবির দুহান সিং, প্রদীপ রাওয়াতসহ তুরস্ক ও বাংলাদেশের একঝাঁক তারকাশিল্পী অভিনয় করছেন। ছবিটি পরিচালনা করছেন দক্ষিণ ভারতীয় চিত্রপরিচালক উপেন্দ্র মাধব। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.