শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৫৯ am

সংবাদ শিরোনাম ::
মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ
শুভেন্দুর সেই ‘চেয়ারে’ মুসলিম নেতা ফিরহাদ হাকিম

শুভেন্দুর সেই ‘চেয়ারে’ মুসলিম নেতা ফিরহাদ হাকিম

আন্তর্জািতিক ডেস্ক: বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতার মসনদে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  সোমবার রাজভবনে রাজ্যপালের তত্ত্বাবধানে শপথ গ্রহণ করেন রাজ্যে ৪৩ জন মন্ত্রী।  এর আগে রোববার ৪৩ জনের তালিকা রাজভবনে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  আজ সেই অনুযায়ী রাজভবনে শপথ গ্রহণ করেন রাজ্যের ভাবি মন্ত্রী মন্ডল।

বিগত সরকারে পরিবহণ মন্ত্রণালয় ছিল শুভেন্দু অধিকারীর হাতে।  তিনি পদত্যাগ করে বিজেপিতে যোগ দেয়ার পর থেকেই ওই চেয়ারটি ফাঁকা ছিল।

কোভিড পরিস্থিতি ও পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি হওয়ায় ধুঁকছে পরিবহণ শিল্প। আগামী দিনে আরও কঠিন অবস্থা হতে চলেছে। তা আঁচ করেই বিশ্বস্ত ফিরহাদ হাকিমকে পরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন মমতা।  একইসঙ্গে আবাসনের দায়িত্বেও রয়েছেন তিনি।  এবারের শুভেন্দুর সাবেক চেয়ারে বসে কী করেন ফিরহাদ তাই দেখার অপেক্ষায় রাজনৈতিক বিশ্লেষকরা।

নির্বাচনী প্রচারণার সময় ফিরহাদ হাকিম শুভেন্দু অধিকারীকে তোপ দাগেন।  তিনি বলেন, শুভেন্দুর তৃণমূল ছেড়ে দেয়ায় দলের সবাই খুব খুশি, বলছে বেঁচে গেছি।  তিনি বলেন, শুভেন্দু যখন অমিত শাহের পা ধরল, মনে হচ্ছিল এই দিন দেখার চেয়ে মৃত্যু হওয়া অনেক ভালো ছিল। শুভেন্দু একদা যে তাঁর সহকর্মী ছিলেন, সেটাই বলতে লজ্জা করে।

ফিরহাদ বলেন, শুভেন্দু ধান্দাবাজির জন্য দল ছাড়লেন না জেলে ঢোকার ভয়, সেটা ভবিষ্যতেই বলবে।

নন্দীগ্রামে যিনি কৃষক আন্দোলন করেছিলেন, তিনি কীভাবে বিজেপির হাত ধরেন যারা নয়া কৃষি আইন এনেছে, সেই নিয়েও প্রশ্ন করেন ফিরহাদ। তিনটি নতুন আইন নিয়ে তৃণমূলের কিসে আপত্তি, সেটাও ব্যাখ্যা করে বলেন তিনি। সব মিলিয়ে নন্দীগ্রাম আন্দোলনে শুভেন্দুর অবদানকে লঘু করা ও নয়া কৃষি আইন নিয়ে তাঁর চাষীবন্ধু ইমেজকে ধাক্কা দেওয়া, এই জোড়া নীতি নিয়ে চলবে তৃণমূল, এদিনের সভায় সেটা সাফ হয়ে গেল।

এক নজরে ফিরহাদ হাকিম

ভারতের স্বাধীনতার পর কলকাতার প্রথম মুসলিম মেয়র হিসাবে দায়িত্বপালন করছেন ফিরহাদ হাকিম। ববি হাকিম নামে বেশি পরিচিত এই নেতা আগে থেকেই রাজ্যের নগরোন্নয়ন এবং পৌর দপ্তরের মন্ত্রী ছিলেন।

১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার আগে পাঁচজন মেয়র ছিলেন মুসলিম, যাদের মধ্যে ছিলেন শের-এ-বাংলা এ কে ফজলুল হক। কিন্তু তারপর থেকে কখনও কোনও মুসলিম ধর্মাবলম্বী নেতা কলকাতার মেয়র পদে বসেননি।

বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ফিরহাদ হাকিম দক্ষিণ কলকাতার চেতলা অঞ্চলের মানুষ।  কংগ্রেস রাজনীতি করতে করতেই মমতা ব্যানার্জীর ঘনিষ্ঠ হয়ে ওঠা এবং গত শতাব্দীর নয়ের দশকের শেষ দিকে কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর হিসাবে প্রথম ভোটে জেতা।

যতদিন গেছে, ততই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠদের বৃত্তে ঢুকে পড়েছেন মুখ্যমন্ত্রীর বাড়ির কাছাকাছি পাড়ার বাসিন্দা ফিরহাদ হাকিম।

কর্পোরেশনের গণ্ডি ছাড়িয়ে পৌঁছিয়ে গেছেন বিধানসভায়। ভোটে জিতে বিধায়ক হওয়ার পরে হয়েছেন মন্ত্রী।

আর রাজনীতির ক্ষেত্রে হয়ে উঠেছেন মমতা ব্যানার্জীর ‘ম্যান ফ্রাইডে’দের অন্যতম।

এক সাক্ষাৎকারে ফিরহাদ হাকিম বলেছিলেন, তার দাদু বিহারের গয়া জেলা থেকে কলকাতায় এসে ব্যবসা শুরু করেন। বাবা ছিলেন কলকাতা পোর্ট ট্রাস্টের আইন কর্মকর্তা। আর মা ছিলেন কলকাতার একটি স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা।

ফিরহাদ হাকিমের মায়ের আদি বাড়ি ছিল ফরিদপুরে।

তার মা হিন্দু মুখার্জী পরিবারের সন্তান ছিলেন বলে জানিয়েছেন ফিরহাদ হাকিমের বাল্যবন্ধু ঋষিকেশ মুখার্জি।

তিনি বলেন, “ববি ধর্মে মুসলমান ঠিকই, নিয়মিত নামাজও পড়ে, গত বছর হজ করে এসেছে, কিন্তু ওর মধ্যে হিন্দু-মুসলিম প্রসঙ্গটা একেবারেই নেই। ওর মা ছিলেন পূর্ব বঙ্গীয় হিন্দু পরিবারের মানুষ, বোনের বিয়ে দিয়েছে হিন্দু পরিবারে।” সূত্র : বিবিস  অনলা্‌ইন । আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.