শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৪:১৪ am
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভূমিধস জয়ে টানা তৃতীয়বার ক্ষমতায় এসেছেন তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে তিনি শপথ নিয়েছেন।সোমবার শপথ নেবেন তার নতুন সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।
গত বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারের শপথ অনুষ্ঠানের আগে ৪৩ জন মন্ত্রীর তালিকা রাজভবনে জমা দিয়েছেন তিনি; তাদের মধ্যে পূর্ণমন্ত্রী রয়েছেন ২৪ জন। বাকি ১৯ জন প্রতিমন্ত্রীর মধ্যে ১০ জন পাচ্ছেন স্বাধীন দফতর।
পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার বলছে, রোববার যে তালিকা রাজভবনে পাঠানো হয়েছে তাতে পুরোনো মন্ত্রীদের অনেকেই থাকছেন। মমতার এবারের এই মন্ত্রিসভায় নতুন মুখের ছড়াছড়ি। নতুন ১৭ জন মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন।
এদিকে, নির্বাচনে প্রার্থী না হয়েও মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন রাজ্যের সাবেক অর্থমন্ত্রী অমিত মিত্র। তবে জুন মালিয়া, রাজ চক্রবর্তী, লাভলি মৈত্র, সোহম চক্রবর্তীর মতো তারকা প্রার্থীরা নেই এই তালিকায়। কামারহাটি বিধানসভা আসনে জয় পেলেও মন্ত্রিসভার তালিকায় নাম নেই সাবেক পরিবহন মন্ত্রী মদন মিত্রের। বাদ পড়েছেন গত মন্ত্রিসভার দুই সদস্য তাপস রায় ও নির্মল মাঝিও।
সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, স্বরাষ্ট্র, স্বাস্থ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে। অমিত মিত্রকে অর্থমন্ত্রী করে ৬ মাসের মধ্যে জিতিয়ে আনা হবে। আবার এই দফতরের মন্ত্রী হতে পারেন অভিরূপ সরকারও। এমনটাও হতে পারে। যোজনা কমিশনের ধাঁচে কোনও প্রতিষ্ঠান তৈরি করা হতে পারে। সেখানে অমিত মিত্রকে নিয়ে আসা হতে পারে উপদেষ্টা করে।
আর একজন প্রতিমন্ত্রী রাখা হবে। নতুন–পুরনো মিশেলেই এই মন্ত্রিসভা তৈরি করা হবে। বেশ কয়েকটি নতুন মুখকেই মন্ত্রিসভায় জায়গা দিচ্ছেন মুখ্যমন্ত্রী বলে খবর। সুশান্ত মাহাতো, বীরবাহা হাঁসদাকে সেক্ষেত্রে দেখা যেতে পারে। সূত্র : যুগান্তর। আজকের তানোর